বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তার আসনের গোদাগাড়ী উপজেলায় যান মানুষের কাছে দোয়া নিতে। কিন্তু অভিযোগ ওঠে তিনি সেখানে ভোট চাচ্ছেন।
মাহি দোয়া চাওয়ার সেই সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। যেখানে তিনি শুধু ক্যাপশনে লেখেন, ‘গোদাগাড়ী উপজেলা চড় আষাঢ়দহ ইউনিয়ন, রাজশাহী। ১৪/১২/২৩।’
নায়িকার ওই পোস্ট দেখে আরটিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যম আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি উল্লেখ করে সংবাদ প্রকাশ করেন। পাশাপাশি আরটিভি থেকে বিষয়টি জানতে মাহিকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে মাহি বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি ভিডিওবার্তা দেন। ক্যাপশনে সাংবাদিকদের উদ্দেশে লেখেন, কিছু কিছু নিউজ পোর্টাল খবর প্রকাশ করেছে যে, আমি আচরণবিধি লঙ্ঘন করে মাঠে প্রচারণা শুরু করে দিয়েছি। তবে বিষয়টি এমন নয়।
তিনি আরও বলেন, সবার উদ্দেশে আমি বলতে চাই, ফেসবুকে একটি পোস্ট করেছি, যেখানে ক্যাপশনে লেখা—গোদাগাড়ী উপজেলা, চরআষাঢ়দহ ইউনিয়ন, রাজশাহী। মূলত গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। এটি একটি বিচ্ছিন্ন গ্রাম। সেখাকার কেউ আমাকে চেনেন না। আমি তাদের সঙ্গে পরিচিত হতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি ভোট চাইনি, দোয়া চেয়েছি।
ভিডিওটি প্রকাশের পর আরটিভির সঙ্গে যোগাযোগ করে মাহি বলেন, আসলে বিষয়টি শুধু ভুল-বোঝাবুঝি হয়েছে। ক্যাপশনে আসলে আমার বিষয়টি পরিষ্কার করা উচিত ছিল। আমি মূলত ওই গ্রামে গিয়েছিলাম সবার সঙ্গে দেখা করতে ও পরিচিত হতে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী,২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।