স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে সবশেষ পাঁচ বছর আগে সিরিজ খেলেছিল বাংলাদেশ। দীর্ঘদিন পর আবারও ভারতে টেস্ট সিরিজে নামছে নাজমুল হোসেন শান্তর দল। তার আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানাচ্ছেন আশার কথাই। এমনকি বললেন, এটাই বাংলাদেশের সবদিক থেকে সেরা দল।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রসঙ্গ থেকে শুরু করে হাথুরুসিংহে বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় আমাদের অবশ্যই অনেকবেশি আত্মবিশ্বাস দিয়েছে। তবে এটা শুধু সিরিজ জয়ের জন্য আসেনি, যেভাবে আমরা খেলেছি, পরিস্থিতি সামাল দিয়েছি, সেটাই সিরিজ জয়ে ভিন্ন ধরনের আত্মবিশ্বাস জুগিয়েছে।’
‘আমাদের ভালো পেস বোলার আছে, আমরা ভালো মানের অভিজ্ঞ স্পিনারও পেয়েছি। তারপর ব্যাটিংয়ে আসলে, আমাদের ব্যাটিংয়ে বেশ গভীরতা রয়েছে দুটি কারণে।’
‘একটি হল, আমাদের দুজন জিনিয়াস স্পিনার আছে, যারা টেস্টে শতকের দেখা পেয়েছে এবং আমাদের উইকেটকিপার ব্যাটার দুজন আমাদের ব্যাটিংয়ের মূল ভিত্তি। সুতরাং, এ সিরিজের জন্য আমাদের ব্যাটিং লাইন বেশ ভালো এবং সেটা আমাদের বেশ আত্মবিশ্বাস দিচ্ছে যে, এ সিরিজে আমরা বেশ প্রতিদ্বন্দ্বিতা করব।’
দলে সাকিব আল হাসানের অবদান সম্পর্কে লঙ্কান কোচ বললেন, ‘বর্তমান সময়ে ভারতের মাটিতে এসে ভারতের বিপক্ষে টেস্ট খেলা ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং, আপনার অবস্থান কোথায় সেটা সেরা দলের বিপক্ষে খেলতে পারলেই জানা যাবে।’
‘সাকিব এখন ভালো অবস্থায় আছে। সুতরাং অভিজ্ঞতার বাইরেও দলের জন্য ভালো কিছু করতে পারবে সে। যখনই দলের সাথে থাকতে পারে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা পালন করতে দেখা যায়। আমরা যেভাবে চাই সে দলের সমতা আনতে সেভাবে সুযোগ দেয়। যদি আমরা একজন অতিরিক্ত বোলার ও ব্যাটার কাজে লাগাতে চাই, তার অলরাউন্ডিং পারফর্ম আমাদের সাহায্য করে। দলের সাথে খাপ খাইয়ে নেয়ার পাশাপাশি অভিজ্ঞতাও কাজে লাগায়।’
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা মেহেদী হাসান মিরাজকে নিয়ে হাথুরু বলেছেন, ‘গত পাঁচ-ছয় বছরে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি উন্নতি করা খেলোয়াড় হল মেহেদী মিরাজ। সাকিব যখন দলের বাইরে চলে যাবে, তার জায়গা নেয়ার জন্য প্রস্তুত আছে মিরাজ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।