বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অ্যাপল (Apple) তাদের পরবর্তী iPhone মডেলে কি কি অত্যাধুনিক ফিচার যুক্ত করতে চলেছে তার ওপর বরাবরই সারা বিশ্বের নজর থাকে। গত সেপ্টেম্বর মাসে মার্কিন কোম্পানিটি iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। এ বছরও একই সময় নাগাদ iPhone 16 লাইনআপ লঞ্চ হওয়ার কথা। তবে ইতিমধ্যেই আগামী বছরের আইফোন লাইনআপটিকে নিয়েও গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। আর এখন এক সুপরিচিত অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক iPhone 17-এর জন্য অ্যাপলের পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে, আপকামিং আইফোনের সেলফি ক্যামেরায় বড় আপগ্রেড আসতে চলেছে।
iPhone 17 সিরিজে দেখা যাবে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন যে, আইফোন ১৭ সিরিজের ফ্রন্ট ক্যামেরা আপগ্রেড করা হবে৷ তার বক্তব্য সত্য হলে, আইফোন ১৭-এ একটি অভূতপূর্ব ২৪-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে, যা আইফোন ১৪ এবং আইফোন ১৫-এ ব্যবহৃত বর্তমান ১২ মেগাপিক্সেলের থেকে বিশাল আপগ্রেড হবে। জানিয়ে রাখি, ২০১৯ সাল থেকে ফ্রন্টে ১২ এমপি ক্যামেরা ব্যবহার করে আসছে তারা।
মিং-চি কুও-এর দাবি, বর্ধিত রেজোলিউশন তীক্ষ্ণ এবং আরও ডিটেইল যুক্ত সেলফি তুলতে সক্ষম হবে। ২৪ মেগাপিক্সেলের জন্য ফটো ক্রপ করার পরেও গুণমান বজায় রাখতে পারবে। তিনি আরও বলেন, তাইওয়ানের কোম্পানি ইউজিংগুয়াং (Yujingguang) iPhone 17-এর জন্য নতুন লেন্স সিস্টেম সরবরাহ করবে। এটি বর্তমান ৫পি লেন্স সিস্টেমের তুলনায় ১০০ থেকে ১২০ শতাংশ বেশি ব্যয়বহুল হতে পারে। সুতরাং iPhone 17 সিরিজ কিনতে আরও বেশি খরচ হওয়ার সম্ভাবনা।
জানিয়ে রাখি, একই তাইওয়ান-ভিত্তিক কোম্পানি iPhone 16 Pro-এর জন্যও পেরিস্কোপ লেন্স সেটআপে কাজ করছে বলে জানা গেছে। Pro সিরিজের উভয় মডেলেই, একটি এনহ্যান্সড জুম ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এই বৈশিষ্ট্য বর্তমানে বড় আকারের এবং দামী iPhone 15 Pro Max-এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। iPhone 16 Pro সিরিজে একটি উচ্চ-রেজোলিউশন ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স (০.৭ মাইক্রোমিটার/(১/২.৬ ইঞ্চি) অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যা প্রথমবারের মতো আইফোনে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত হবে। এছাড়া, মনে করা হচ্ছে আসন্ন আইফোন মডেলের টেলিফটো লেন্স ১২ মেগাপিক্সেলের রেজোলিউশন বজায় রাখতে পারে।
আরও শোনা যাচ্ছে, iPhone 17 Pro আন্ডার-প্যানেল ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আসবে। তবে এই আপগ্রেড সত্ত্বেও, ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরে বৃত্তাকার কাটআউটই বজায় থাকবে। যদিও, ইনসাইডাররা দাবি করেছেন, বৃত্তাকার কাটআউটের পরিবর্তে অ্যাপলের ২০২৭ সালের “প্রো” আইফোন মডেলে আন্ডার-ডিসপ্লে ক্যামেরাগুলি দেখা যাবে, যা আক্ষরিক অর্থেই “অল-স্ক্রিন” লুক নিয়ে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।