আন্তর্জাতিক ডেস্ক : মাফলার বা স্কার্ফের ইতিহাস বহু পুরোনো। প্রাচীনকালে মিসরের রানি নেফারতিতি স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখতেন। মূলত তার পর থেকেই স্কার্ফের ব্যবহার জনপ্রিয়তা পায়। সভ্যতার অগ্রগতির সঙ্গে সিল্ক আবিষ্কারের পর ১৯৩৭ সালে হারমেস সর্বপ্রথম সিল্কের লাক্সারি স্কার্ফ তৈরি করে। এরপর প্রথম সারির প্রায় সব পোশাকের ব্র্যান্ডই বিলাসবহুল স্কার্ফ বা মাফলার তৈরি করতে শুরু করে। সেই দৌড়ে এগিয়ে আছে ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস হারমেস। একনজরে দেখে নেওয়া যাক, বিশ্বের সবচেয়ে দামি মাফলার কোনগুলো। সেসবের দামই–বা কত।
দশম অবস্থানে আছে বারবারি লোগো গ্রাফিক কাশ্মীরি স্কার্ফ। দাম ১ হাজার ৫০ ডলার বা ১ লাখ ৭ হাজার টাকা।
হারমেসের জায়ান্ট স্কার্ফ আছে নবম অবস্থানে। ১ হাজার ৩৭২ ডলার বা ১ লাখ ৬৬ হাজার টাকা।
ফেন্দির ব্রাউন মিঙ্ক কলার স্কার্ফ বিশ্বের সবচেয়ে দামি স্কার্ফের তালিকায় অষ্টম। দাম ২ হাজার ৩৯০ ডলার বা ২ লাখ ৯০ হাজার টাকা।
হারমেসের সিল্ক কাশ্মীরি স্কার্ফটির অবস্থান সাতে। ২ হাজার ৪৭১ ডলার বা ৩ লাখ টাকা।
ফেন্দির টু টোন মিঙ্ক অ্যান্ড নিট স্কার্ফটির অবস্থান ছয়ে। দাম ৩ হাজার ৮৯০ ডলার বা ৪ লাখ ৭১ হাজার টাকা।
হারমেসের জেব্রা-পেগাসাস প্রিন্ট স্কার্ফ আছে পঞ্চম অবস্থানে। ৫ হাজার ২০০ ডলার বা ৬ লাখ ৩০ হাজার টাকা।
সবচেয়ে দামি স্কার্ফের তালিকার চতুর্থ অবস্থানটি হারমেসের সুইট রিভারসেবল স্কার্ফের। ৬ হাজার ৭৫০ ডলার বা ৮ লাখ ১৮ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে আছে হারমেসের সিল্ক অ্যান্ড বেড অ্যামব্রয়েডার্ড স্কার্ফ। ৭ হাজার ৮০০ ডলার বা ৯ লাখ ১০ হাজার টাকা।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি স্কার্ফের নাম ফেন্দি হোয়াইট ফক্স ফার স্টোল। ১০ হাজার ২০০ ডলার বা ১২ লাখ ৩৬ হাজার টাকা।
অঁরি মাতিসসে এক্স জিকা অ্যাশার স্কার্ফ। এটিই বিশ্বের সবচেয়ে দামি স্কার্ফ। ১৯৪৬ সালে বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী অঁরি মাতিসসে ও চেক রিপাবলিকের বস্ত্র ব্যাবসীয়, চিত্রশিল্পী ও ডিজাইনার জিকা অ্যাশার স্কার্ফটি তৈরি করেন অ্যাশার স্টুডিওতে। ২০১১ সালে লন্ডনের নিলামে ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার বা ৫৮ কোটি ২০ লাখ টাকায় বিক্রি হয় সেটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।