বিনোদন ডেস্ক : আগের মতো নিয়মিত না হলেও মাঝে মাঝে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিন দশকের অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন তিনি।
তবে বতর্মানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই নায়িকা এবার শিরোনামে এলেন ভিন্ন খবরে। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিডিও চ্যাটিং অ্যাপ বিগো লাইভের সঙ্গে যুক্ত আছেন মৌসুমী! অ্যাপটিতে মৌসুমীর ভিডিও রয়েছে। এমনকি লাইভ করে মোটা অঙ্কের টাকাও নাকি নিয়েছেন তিনি।
এরইমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছে। যদিও মৌসুমী দেশের বাইরে থাকায় বিষয়টি নিয়ে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মৌসুমীকে নিয়ে এমন খবরে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন তার স্বামী অভিনেতা ওমর সানী।
নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘মৌসুমী কবে বিগো লাইভ করেছে? প্রমাণ দিতে হবে, স্টুপিড! তার কোনোদিন বিগো আইডি ছিল না।’ এছাড়াও বিষয়টি নিয়ে ওমর সানী গণমাধ্যমে বলেন, ‘কারা এসব নিউজ করেছে, আমি তাদের চিনি। শুধু এতটুকুই বলবো, তাদের শুভবুদ্ধির উদয় হোক।’ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কি-না?—এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, কোনো পদক্ষেপ নেবো না। সবকিছুই আল্লাহর ওপর ছেড়ে দেবো। যারা আমার স্ত্রীর মানহানি করেছেন, আল্লাহ তাদের বিচার করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।