লাইফস্টাইল ডেস্ক : সরল মেয়েরা খুবই ইমোশনাল, তারা ধাক্কা খেয়ে সহজেই ট্রমাবন্ড হয়ে যায়। তারা সে সম্পর্ক থেকে বের হতে চায়। আমার বয়ফ্রেন্ড আমাকে পিটাইতো আমি সেইটাই মিস করি এইটা শুধু একটা দুইটা ঘটনা না, এরকম হাজার হাজার ঘটনা রয়েছে।
সম্প্রিত লেটস টক উইথ ডা.কুশাল পডকাস্টে ডা. কুশাল সামিয়া নামক এক সাইকোলজিস্টকে প্রশ্ন করেন?
তিনি বলেন, সহজ সরল মেয়েদের কি প্রেম করা উচিৎ? কারন তারা খুব ইমোশনাল, যারা একটা ছেলেকে ভিতর থেকে বুঝতে পারে না, যারা সামান্য এটনশন পেলে খুশি হয়ে যায়। কারন তারা হয়তো ফ্যামিলে থেকে তেমন এটেনশন পায় নাই। সহজ সরল মেয়েদের কি প্রেম করা সেইফ?
এ প্রশ্নের উত্তরে সাইকোলজিস্ট সামিয়া বলেন, প্রেম কেন করবে না? ভালোবাসা বিষয়টা তারা কেন ফিল করবে না? তারা ভাবে কেন আমরা এই বিষয়টা থেকে বঞ্চিত হবো। সহজ সরল মেয়েরা যখন প্রেম করে তারা একটু বেশিই ভালোবাসে,যার ফলে তাদের কষ্ট পেতে হয়ে।
যারা প্লেবয় টাইপের ছেলে তারা ১০০ টা মেয়েকে নক করলে ১০ মেয়ে তো রিপ্লাই দিবে। তারা জানে যে কখন মেয়েদের নক দিতে হয়, কখন কি করতে হয়, তারা এসকল বিষয়ে এক্সপার্ট। যখন সম্পর্কটা খুব কাছাকাছি চলে আসে সে সময়ে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।