বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই তিনি ব্যক্তিগতসহ নানা সমসাময়িক বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় লাইভ, ভিডিও পোস্ট কিংবা স্ট্যাটাস দেন। ইদানিং দেশের সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরছেন এই নায়ক।
কয়েকদিন আগেই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কথা বলে আলোচনায় এসেছিলেন। এরপর গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে রাজধানীর কয়েকটি এলাকার রাস্তাঘাট ডুবে যায়। এতে প্রায় সব নগরবাসী ভুগান্তিতে পড়েন। এমনকি রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতের তার পড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘আগে মনের পানি দূর করেন। দেখবেন আমাদের শহরের পানি এমনি নেমে যাবে।’
ওমর সানী কাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন, তা উল্লেখ করেননি কোথায়। তবে নেটিজেনরা তাঁর পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।