বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এবার চীনের একটি সংস্থা মালিকানাধীন হাঙ্গেরির ব্র্যান্ড কিওয়ে তাদের নতুন স্কুটারকে আত্মপ্রকাশ করল। আর সেই স্কুটারটি হল Keeway Viesta 300 XDV। জানা যাচ্ছে, এই মডেলটি Viesta 300 মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নতুন মডেলে রাগেড লুক ফুটিয়ে তুলতে চেষ্টা করা হয়েছে। যদিও মডেল হিসেবে Viesta 300 ও Viesta 300 XDV মডেলের কারিগরির দিকে বিশেষ পার্থক্য নেই।
তবে নতুন মডেলটির সামনের দিক বেশ চওড়া ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। এছাড়া রয়েছে টুইন এলইডি হেডল্যাম্প, অ্যান্টি স্কিড স্টিল প্লেট, এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল, চওড়া হ্যান্ডেলবার সহ ইত্যাদি। স্কুটারে রাগেড লুককে আরও আকর্ষণীয় করে তোলার জন্য দেওয়া হয়েছে বিস্তৃত সাইড প্যানেলে ক্ল্যাডিং।
স্কুটারে রয়েছে ২৭৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ৮,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৮.৪ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ২২ এনএম টর্ক উৎপন্ন করে। আন্তর্জাতিক বাজারে স্কুটারটি দু’টি রঙে পাওয়া যাবে। একটি সাদা ও আরেকটি নীল। স্কুটারের সামনে ২৪০ মিমি ও পিছনে ২২০ মিমি পেটাল ডিস্ক রয়েছে।
এছাড়া রয়েছে ১৩ ইঞ্চি অ্যালয় হুইল ও ডুয়েল পারপাস টায়ার। বাজারে স্কুটারটির একাধিক প্রতিপক্ষ রয়েছে। যেমন তার মধ্যে একটি হল Honda ADV350। স্কুটারটি ভারতের বাজারে কবে বিক্রি হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।