বিনোদন ডেস্ক : ছবিতে থাকা এই খুদের জন্ম বাঙালি পরিবারে। মা বলিউডের সেরা অভিনেত্রীদের অন্যতম। আর তিনি নব্বইয়ের দশকের বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকার একজন। ভালোবেসে কো-স্টারকে বিয়েও করেন। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন কে এই ক্ষুদে। হ্যাঁ, তিনি আর কেউ নন কাজল। তনুজা-কন্যা। ডিডিএলজে-র নায়িকা তথা অজয় দেবগণ ঘরণী।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষক দিবস উপলক্ষে কাজল তার জীবনের ‘সবচেয়ে বড় শিক্ষক’ কে শ্রদ্ধা জানাতে তার মা তনুজার সাথে ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি শেয়ার করেছেন। সাদাকালো ছবিতে তনুজার কাঁধে বসে আছে ছোট্ট কাজল। মা-মেয়ে দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। শুধু মা নন, নিজের ছেলেবেলাকেও ধন্যবাদ জানিয়েছেন কাজল, কারণ ব্যক্তি হিসাবে তাঁকে নতুন জিনিস শিখতে সহায়তা করেছিল তার সেই ছোট্ট ভার্সন।
ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমার জীবনের সবচেয়ে বড় দুই শিক্ষককে… আমার মা যিনি আমাকে সমস্ত পাঠ দিয়েছেন এবং এই শিশুটি যে আমাকে সেগুলি নিজের উপায়ে শিখেছে। হোঁচট খাওয়া, পড়ে যাওয়া এবং অভিজ্ঞতা সঞ্চয়ে সাহায্য করেছে। আমি এখন তোমাদের দুজনকেই অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি’।
তনুজা কন্যা কাজল নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র ১৮ বছর বয়সে। ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ তার। ‘বাজিগর’ এনে দিয়েছিল তাকে কাঙ্খিত সাফল্য। ধীরে ধীরে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’-এর মতো সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান। প্রত্যেকটিতেই তার নায়ক ছিল শাহরুখ খান।
১৯৯৯ সালে ‘ইশক’ কো-স্টার অজয় দেবগনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল। যার চার বছর পর নাইসার জন্ম দেন কাজল। এরপর ২০১০ সালে পুত্র যুগ জন্মগ্রহণ করেন।
আগামিতে কাজলকে অ্যাকশন থ্রিলার ‘মহারাগনি-কুইন অফ কুইন্স’-এ দেখা যাবে। এই ছবিতে ২৭ বছর পর প্রভুদেবার সঙ্গে স্ক্রিনভাগ করবেন কাজল। চরণ তেজ উৎপালাপতি পরিচালিত এই ছবি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালমে মুক্তি পাবে।- ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।