বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইলেকট্রিক এসইউভির জগতে নাম লেখাতে চলেছে ভারতের মাহিন্দ্রা। প্রতিষ্ঠানটি শিগগিরই বাজারে আনছে একটি ইলেকট্রিক এসইউভি। যার মডেল মাহিন্দ্রা এক্সইউভি ডট ই৮।
এই গাড়ির কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবি দেখা ধারণা করা যাচ্ছে, এক্সইউভি ডট ই৮ মডেলটি এক্সইউভি৭০০ গাড়ির অল ইলেকট্রিক ভ্যারিয়েন্ট হতে চলেছে।
দুই গাড়ির সাইড প্রোফাইল অনেকটাই এক। এমনকি, ইলেকট্রিক গাড়িটির রিয়ার সেকশন এক্সইউভি৭০০ মডেলের কার্বন কপি। অ্যারো শেপের এলইডি টেইল ল্যাম্প, রিয়ার ওয়াইপার, শার্ক-ফিন অ্যান্টেনা, বাম্পার এবং হাই-মাউন্টেড স্টপ ল্যাম্প রয়েছে সেখানে।
সম্প্রতি এই এক্সইউভি ডট ই৮ মডেলটি ভারতের রাস্তায় পরীক্ষা করতে দেখা গেছে। চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়েতে পরীক্ষা করা হচ্ছিল গাড়িটি। সেই সময়ই গাড়িটির কিছু ছবি তোলা হয়েছিল, যা সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। সেখান থেকেই এক্সইউভি ডট ই৮ গাড়ি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে।
গাড়িটির সামনের অংশটা বদলানো হচ্ছে। ফ্রন্ট ফ্যাসিয়া নতুন করে ডিজাইন করা হয়েছে, যেখানে একটি সিলড-অফ নোস ও তার সঙ্গে কানেক্টেড এলইডি লাইট বার থাকছে বনেট জুড়ে। তার পাশাপাশিই আবার দেওয়া হচ্ছে ভার্টিক্যালি স্ট্যাক করা এলইডি হেডল্যাম্প। স্লিক এয়ার ড্যাম সহযোগে ফ্রন্ট বাম্পারও রিপ্রোফাইল করা হয়েছে।
এর আগের স্পাই শটগুলোতে দেখা গিয়েছিল মাহিন্দ্রা এক্সইউভি ডট ই৮ ইলেকট্রিক গাড়িটির থ্রি-স্ক্রিন সেটআপ। সেখানে থাকছে একটি সেন্ট্রাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অল-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। সদ্য ভাইরাল হওয়া এই স্পাই শট থেকে দেখা গিয়েছে, গাড়িটির একটি সেন্ট্রাল কনসোল লেআউট, যা অনেকটাই এক্সইউভি৭০০ মডেলের মতো।
ডিজাইন এক্সইউভি৭০০ মডেলের মতো হলেও স্পেসিফিকেশন কিন্তু একেবারেই আলাদা। মাহিন্দ্রার নিজস্ব বর্ন ইলেকট্রিক ইনজিগলো আর্কিটেকচারের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে গাড়িটি, যার মোটর সোর্স বল ফোক্সভাগেন। ফ্রন্ট হুইল এবং অল হুইল দুইরকম ড্রাইভ সেটআপেই গাড়িটি পাওয়া যাবে। প্রতিটি অ্যাক্সেলেই থাকছে মোটর, যার পিক পাওয়ার ২২৭এবং ৩৪৫ বিএইচপি।
গাড়িটিতে ইক্যুইপ করা থাকছে একটি ৮০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। এক চার্জে এই ইলেকট্রিক গাড়ি ৫০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।