বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রূপে দুর্ধর্ষ। গুণে অনন্য। বাজারে এলো এমনই এক ব্যাটারিচালিত বাইক। যা এনেছে ভারতের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওলা। এটা প্রতিষ্ঠানটির প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। দাম লাখ খানকের মধ্যেই।
কল্পনা নয় বাস্তবেই অত্যাধুনিক ডিজাইনের ইলেকট্রিক বাইক হাজির করল ওলা। গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল এবার ব্যাটারি চালিত মোটরসাইকেল আনতে চলেছে ভাবিস আগারওয়ালের কোম্পানি। সেই সম্ভাবনা সত্যি হল এদিন। একটি নয়, এক সঙ্গে দুইটি ইলেকট্রিক মোটরবাইক লঞ্চ করে তাক লাগাল ভারতীয় সংস্থাটি।
এর মধ্যে একটি ক্রুজার বাইক আরেকটি রোডস্টার বাইক। দুইটি বাহনেরই ডিজাইন করেছেন মাহিন্দ্রা থার-এর প্রাক্তন ডিজাইনার রামকৃপা অনন্তন। তিনি স্বয়ং বাইকে চেপে পৌঁছলেন স্টেজে। হেলমেট, গ্লাভস নামিয়ে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুরু করলেন বক্তৃতা।
বছর ৫২ এর রামকৃপা অনন্তন ভারতের একজন জনপ্রিয় অটোমোটিভ ডিজাইনার। জীবনের একটা অংশ কাটিয়েছেন মাহিন্দ্রার সঙ্গে। বর্তমানে তিনি ইলেকট্রিকের হেড অব ডিজাইন। এই বাইক আধুনিক চেহারা সজ্জিত। পাশাপাশি এতে থাকছে এমন সব সুবিধা যা ভারতে কোনও ইলেকট্রিক বাইকে নেই বলে দাবি করা হচ্ছে। এগুলো
ওলা ইলেকট্রিক বাইক সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। মঙ্গলবার বাইকটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছর থেকেই শুরু হয়ে যাবে এর ডেলিভারি।
অন্যদিকে এদিন একাধিক ইলেকট্রিক স্কুটার সামনে এনেছে ওলা। বাজারে লঞ্চ হয়েছে ওলা এস১এক্স, এস১এক্সপ্লাস এবং এস১ প্রো। দাম শুরু ৮০ হাজার রুপি থেকে।
এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ রেঞ্জ ১৫২ কিলোমিটার। মিলবে ৯০ কিলোমিটার টপ স্পিড, ৩৪ লিটার স্টোরেজ এবং মুভ৪ওএস আপডেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।