বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কেটিএম ৭৯০ ডিউক ফিরল নতুন রূপে। নতুন রঙ যোগ হওয়ার ফলে বাইকটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে কেটিএমপ্রেমীদের কাছে। চমকভরা গ্রাফিক্সের সঙ্গে থাকছে ৭৯০ সিসি ইঞ্জিন। শুনলে অবাক হবেন, ১০৩ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে এই মোটরবাইক। যা অনেক দামী গাড়ির থেকেও বেশি।
কেটিএমপ্রেমীদের কাছে এই বিস্ট ভারী পছন্দ হতে পারে, বলে আশা করছে কোম্পানি।
কেটিএম ৭৯০ ডিউক মোটরসাইকেলে থাকছে লিকুইড কুলড প্যারারাল টুইন ইঞ্জিন ৮ ভালভ সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স ও পিএএসসি অ্যান্টিহপিং স্লিপার ক্লাচ। এই ইঞ্জিন সর্বোচ্চ ১০৩ হর্সপাওয়ার শক্তি এবং ৮৭ এনএম টর্ক তৈরি করতে পারে।
বাইকের সামনে রয়েছে আপসাইড ডাউন ফর্ক এবং পেছনে রিয়ার শক প্রোগ্রেসিভ স্প্রিং প্রিলোড সাসপেনশন। ব্রেকিংয়ের ক্ষেত্রে সামনে ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনে ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক মজুত। অতিরিক্ত সুরক্ষার জন্য রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
কেটিএম ৭৯০ ডিউকে মিলবে চারটি রাইডিং মোড- স্পোর্ট, স্ট্রিট, রেইন এবং ট্র্যাক। এছাড়াও রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, টিএফটি ডিসপ্লে সঙ্গে স্মার্টফোন কানেক্টিভিটি। এই ডিসপ্লের ব্রাইটনেস কমবেশিও করা যাবে।
আগের থেকে অনেকে বেশি বোল্ড লুকে এসেছে এই স্পোর্ট নেকেড মোটরসাইকেল। যদিও বডির অন্যান্য যে মাল-মসলা রয়েছে তাতে খুব বেশি বদল করেনি কোম্পানি। নতুন বছরে বাজারে পা রাখবে এই আপডেটেড কেটিএম ৭৯০ ডিউক।
বাইকের সিটের উচ্চতা রয়েছে ৮২৫ মিলিমিটার । যদিও কম উচ্চতা সম্পন্ন সিটের অ্যাক্সেসরিজও অফার করে সংস্থা। যেখানে সিটের উচ্চতা থাকবে ৮০৫ মিলিমিটার।
নতুন কেটিএম ৭৯০ ডিউকের দাম ভারতে ১০ লাখ টাকার কাছাকাছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।