বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতে 19,999 টাকা দামে TECNO Pova 6 Pro 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। ভারতে এই ফোনের সেল শুরু হওয়ার পরই কোম্পানি গ্লোবাল মার্কেটে এই সিরিজেরই আরও দুটি নতুন ফোন Tecno POVA 6 এবং POVA 6 Neo নামে পেশ করা হয়েছে। অসাধারণ ব্যাটারি সহ Tecno POVA 6 Neo ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
TECNO POVA 6 Neo ফোনের স্পেসিফিকেশন
Tecno POVA 6 Neo ফোনে 7,000mAh Battery যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে এক নাগাড়ে 39 ঘন্টারও বেশি সময় ধরে কল করা যায়। এছাড়াও এই ব্যাটারিতে 11 ঘন্টা গেমিং বা 18 ঘন্টা ফেসবুক বা 14 ঘন্টা ভিডিও স্ট্রিমিং করা যাবে। TECNO POVA 6 Neo ফোনের ব্যাটারি 1% থাকলেও 4 ঘন্টা স্ট্যান্ড বাই বা 20 মিনিট পর্যন্ত কল করা যায়।
ডিসপ্লে: এই ফোনে 2460 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং হাই ওএস 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি99 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই ফোনে 8GB RAM রয়েছে। এর সঙ্গে এতে 8GB virtual RAM দেওয়া হয়েছে। যার ফলে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। গ্লোবাল মার্কেটে এই ফোনের 128GB ও 256GB স্টোরেজ অপশন লঞ্চ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POVA 6 Neo ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
প্রকাশ্যে এল Xiaomi MIX Flip স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে ফিচার
অন্যান্য: এই ফোনে 3.5mm audio jack, Stereo speakers, Side fingerprint sensor, NFC, Bluetooth 5.1 এবং 5GHz Wi-Fi এর মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।