জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপটিক্যাল ইলিউশন ছবি থেকে জানা যাবে আপনি শান্তিপ্রিয় মানুষ কিনা। ছবিতে প্রথমেই কী দেখছেন? প্রতিটি মানুষই আলাদা ধরনের হয়। ব্যক্তিত্ব, স্বভাব-চারিত্রিক বৈশিষ্ট্য সবেতেই প্রত্যেকের মধ্যে রয়েছে ভিন্নতা।
আর নিজের বিষয়ে জানতে কার না কৌতূহল থাকে! আর মানুষের ব্যক্তিত্বের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে অপটিক্যাল ইলিউশন। সম্প্রতি তেমনই একটি অপটিক্যাল ইলিউশন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ছবিতে প্রথমে কী দেখছেন সেই উত্তরেই আপনি শান্তিপ্রিয় মানুষ কিনা জানা যাবে।
আজকাল অপটিক্যাল ইলিউশন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। অনেকেই মনে করেন অপটিক্যাল ইলিউশনের সমাধান ব্যক্তিত্ব, গোপণ চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদির মতো বিভিন্ন বিষয় প্রকাশ করতে পারে। আসলে অপটিক্যাল ইলিউশন এমনভাবে তৈরি করা হয় যা এককথায় মানুষের চোখের পরীক্ষা নেয়।
অনেকেরই বেশ কঠিন মনে হলেও ধাঁধার সমাধান করলে কিন্তু বুদ্ধির বিকাশ ঘটে। সঙ্গে মানুষের সুপ্ত ব্যক্তিত্বও জানা যায়। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতেও রইল আপনার জন্য চ্যালেঞ্জ। এক নজরে দেখে বলুন তো ছবিতে সূর্যমুখী ফুল না মহিলা, প্রথমেই কী দেখতে পাচ্ছেন?
তাহলে নিজেকে জানতে প্রস্তুত? উত্তর অবশ্য আপনি প্রথমে সূর্যমুখী ফুল নাকি মহিলা দেখছেন তার উপর নির্ভর করবে। তাহলে ছবিটি দেখলেন ভালো করে? যাই দেখতে পাচ্ছেন, তা ঠিক স্পষ্ট নয়, তাই তো? কেউ এই ছবিতে প্রথমে দেখতে পান সূর্যমুখী ফুল, আবার কারোর চোখে পড়ে মহিলার মুখ। তাহলে এবার অপটিক্যাল ইলিউশন ছবির দিকে তাকিয়ে বলতে হবে আপনি কী দেখতে পাচ্ছেন।
যদি সূর্যমুখী প্রথমে দেখতে পান
প্রথমেই ছবিতে সূর্যমুখী ফুল দেখলে আপনি বেশ আবেগপ্রবণ মানুষ। আপনি অন্যের কথা খুবই ভাবেন। অর্থাৎ নিজের আগে রেখে অপরজনের বিষয়কে গুরুত্ব দেন। তাই অন্যদের প্রশংসা এবং স্বীকৃতিও আপনার পছন্দ। যা না পেলেও আপনার মতো মানুষেরা হতাশ হয়ে পড়েন। কাউকে ‘না’ বলতে পারেন না আপনি। তাই বিতর্ক এড়াতে শান্তির পথই বেছে নেন।
ছবিতে মহিলা প্রথমে দেখলে
ছবিতে মহিলার মুখ যারা প্রথমে দেখতে পান তারা গুজবে কান দেন। খানিকটা আবেগপ্রবণ হয়েই অনেক পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানায়। এঁরা মুখের অভিব্যক্তি এবং নাটকীয়তার মাধ্যমে নিজের অনুভূতি জানাতে পারেন। এমনকী চোখের সামনে লড়াই দেখতেও এই ধরনের মানুষদের মন্দ লাগে না। যদিও কঠিন পরিস্থিতিতে এঁরা খুব ভালো পরামর্শদাতাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।