বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোনের জনপ্রিয়তা বিশ্বের সব জায়গায়। সব বয়সী এবং শ্রেণি-পেশার মানুষের শখ থাকে আইফোন ব্যবহার করার। বিশ্বের অন্যতম দামি স্মার্টফোন হচ্ছে অ্যাপলের আইফোন। এর ফিচার, ক্যামেরা, ডিজাইন, দাম সবকিছু মিলিয়েই এটি অন্য সংস্থার ফোন থেকে আলাদা।
আইফোনের ডিজাইন, ক্যামেরায় সবচেয়ে বেশি মুগ্ধ হোন ব্যবহারকারীরা। এবার লাভা এমন একটি ফোন আনছে বাজারে, যেটি ক্যামেরা হবে একদম আইফোনের ক্যামেরার মতো। লাভা শার্ক ফোন। এই মডেলে রয়েছে এআই ফিচার যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর।
এই ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ৪ জিবি। এই র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
এছাড়া ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে লাভা শার্ক ফোনে। একটি ইউনিসক টি৬০৬ চিপসেটের সাহায্যে পরিচালিত হবে ফোনটি। প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাওয়া যাবে লাভা শার্ক ফোনে।
এই ফোনে ৫০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি রয়েছে। ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট পাওয়া যাবে লাভা শার্ক ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে ফোনে চার্জ দেওয়া যাবে। ফোনের বাক্সে থাকবে ১০ ওয়াটের চার্জার।
লাভা সংস্থা জানিয়েছে, একবার পুরো চার্জ দিলে এই ফোনে প্রায় ৪৫ ঘণ্টা টক টাইম পাওয়া যাবে। ১৫৮ মিনিটে লাভা- র এই ফোনে পুরো চার্জ সম্পন্ন হবে। এআই ইমেজিং ফিচারের সঙ্গে এই ফোন ইউজাররা পাবেন ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
লাভা শার্ক ফোনটি বর্তমানে ভারতে কেনা যাবে, সেটিও শুধু অফলাইনেই। সেটেলথ ব্ল্যাক এবং টাইটেনিয়াম গোল্ড-এই দুই রঙে পাওয়া যাবে লাভা শার্ক ফোনটি। ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬ হাজার ৯৯৯ রুপি।
সূত্র: বিজনেস টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।