বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন আনল স্যামসাং। যার মডেল গ্যালাক্সি এফ১৫। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ। সঙ্গে আছে ৮ জিবি র্যামের দুর্দান্ত কম্বিনেশন। সঙ্গে মিলবে ১২৫ জিবির স্টোরেজ। এই ফোনের দামও হাতের নাগালে।
এই বছরের মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে এসেছে এই ফোন। এবার দেশীয় বাজারেও পাওয়া যাচ্ছে হ্যান্ডসেটটি। এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনশন চিপসেট রয়েছে।
তিনটি ভার্সনে ডিভাইসটি কেনা যাবে। একটিতে মিলবে ৫ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। অন্যটি কেনা যাবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমে। টপ ভার্সনে মিলবে ৮ জিবি র্যাম। স্টোরেজ ১২৮ জিবিই।
স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটিতে ৯০ হার্জের রিফ্রেশ রেটসহ ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে রয়েছে।
ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৫.০ ইন্টারফেসে। স্যামসাং এই ডিভাইসেস ৪ বছরের ওএস এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট দেবে।
স্যামসাংয়ের নতুন ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এছাড়াও একটি ১৩ মেগাপিক্সেলেরসেলফি ক্যামেরা রয়েছে।
ভবিষ্যতের ব্যবহার অভিজ্ঞতাকে আরও সুদৃঢ় করতে টেকনো নিয়ে এলো এআই সমৃদ্ধ স্মার্টফোন
ব্যাকআপের জন্য এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যা চার্জ দেওয়ার জন্য ২৫ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে স্যামসাং। এই ফোনের দাম শুরু হয়েছে ১৫ হাজার টাকা থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।