বিনোদন ডেস্ক : যশরাজ ফিল্মস ও মোহিত সুরির নতুন সিনেমা ‘সাইয়ারা’ ১৮ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগত অহন পান্ডে ও অনীত পাড্ডা। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে চমক দেখিয়েছে ছবিটি—প্রথম দিনের আয় ২০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। শুক্রবারের পর শনিবার ও রবিবার, অর্থাৎ উইকএন্ডে ছবিটির ব্যবসা আরও কেমন হয়, সেই দিকেই নজর সকলের।
শুধু তাই নয়, হলে হলে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এমনকি অনেকে সিনেমার গান গাইতেও দেখা গেছে। অহনের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। এটি তাঁর প্রথম ছবি হলেও, অভিনয় দিয়ে তিনি প্রমাণ করেছেন তাঁর প্রতিভা। সিনেমাটি ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখেছে।
রোম্যান্টিক ঘরানার একটি ছবি হিসেবে এই ব্যবসায়িক সাফল্য সত্যিই প্রশংসনীয়। প্রথম দিনেই ‘সাইয়ারা’ ছবির ২০০০টিরও বেশি টিকিট বিক্রি হয়েছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ‘কহো না প্যায়ার হ্যায়’ ও ‘রিফিউজি’-এর পর গত ২৫ বছরে কোনো রোম্যান্টিক ছবি এভাবে প্রথম দিন এত বড় সাফল্য পায়নি। পাশাপাশি, পরিচালক মোহিত সুরির ক্যারিয়ারে এটি তাঁর ছবির সর্বোচ্চ প্রথম দিনের আয়।
বিশেষজ্ঞদের মতে, কোভিড-পরবর্তী সময়ে এটি এমন একটি রোম্যান্টিক ঘরানার ছবি, যা মুক্তির প্রথম দিনেই ২০ কোটির বেশি আয় করেছে—এটা এক বিরল রেকর্ড।
সারা দেশে ‘সাইয়ারা’ মোট ৮০০০টি স্ক্রিনে দেখানো হচ্ছে। সাধারণত প্রথম দিনে ২০ কোটি আয় করতে হলে ১৮,০০০-এর বেশি শো দরকার হয়, কিন্তু এই ছবিটি সেই হিসেবকে ছাড়িয়ে গেছে। ছবির গানও দর্শকদের হৃদয় জয় করেছে। হলে বসেই অনেক দর্শক গান গাইতে দেখা গেছে, সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই রেকর্ড গড়ার পর সকলেরই আশা, আগামী দিনেও বক্স অফিসে ঝড় তুলবে ‘সাইয়ারা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।