অধিক রেঞ্জের ইলেকট্রিক গাড়ি আনল টাটা। যার মডেল টাটা হেরিয়ার ইভি। ভারতীয় কোম্পানিটি নিজেদের পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবে এই গাড়ি এনেছে। সংস্থার নতুন ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভি হেরিয়ার।
বাজারে এই গাড়ির প্রতিদ্বন্দ্বী মাহিন্দ্রা এক্সইভি ৭। অটো এক্সপো ২০২৫-এ প্রদর্শিত এই গাড়িটি আগামী মার্চ মাসে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। ডিজেল চালিত হেরিয়ারের ওপর ভিত্তি করে তৈরি এই ইলেকট্রিক গাড়িটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে নির্মিত হয়েছে।
টাটা হেরিয়ার ইভির ডিজাইন ডিজেল মডেলের মতো হলেও বেশ কিছু পার্থক্য রয়েছে। এতে বডি-কালার শাট-অফ গ্রিল, নতুন সিলভার কালারের লোয়ার গ্রিল, ফ্রন্ট ডোরে ডট ইভি (.ev) ব্যাজ, এবং বিশেষ ডিজাইনের ১৯ ইঞ্চির অ্যালয় হুইল থাকবে। এটি হবে ডি৮ প্ল্যাটফর্ম-এ নির্মিত প্রথম ইলেকট্রিক মডেল, যা জাগুয়ার ল্যান্ড রোভার এখনও ব্যবহার করেনি।
গাড়ির অভ্যন্তরীণ ডিজাইন ডিজেল মডেলের মতোই রাখা হয়েছে। তবে নতুন কালার স্কিম ব্যবহার করা হয়েছে। হ্যারিয়ার ইভিতে প্যানোরামিক সানরুফ, মোড লাইটিং, স্টিয়ারিং হুইলে ইলুমিনেটেড লোগো, ১০.২৫-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম (ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যানড্রয়েড অটোসহ), ১০.২৫-ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিটস থাকবে। ড্রাইভারের সিটে ৬-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট মেমোরি ফাংশন সহ, এবং প্যাসেঞ্জার সিটে ৪-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট দেওয়া হবে।
টাটা মোটরস হেরিয়ার ইভির স্ট্রিলথ এডিশনও বাজারে আনতে পারে। এই বিশেষ সংস্করণটিতে থাকবে ম্যাট ব্ল্যাক পেইন্ট, আরও রাগেড ডিজাইন এবং গ্রানাইট ব্ল্যাক কালারের সিট কভার। ১৯ ইঞ্চির অ্যালয় হুইল ও রকার প্যানেলেও নতুনত্ব দেখা যাবে।
টাটা হেরিয়ার ইভিতে থাকবে অল-হুইল-ড্রাইভ (এডব্লিউডি) প্রযুক্তি। সংস্থা নিশ্চিত করেছে যে এই এসইউভিতে উভয় অ্যাক্সেলে ইলেকট্রিক মোটর থাকবে, যা ৫০০ এনএম টর্ক উৎপন্ন করবে। তবে এডব্লিউডিসেটআপ স্ট্যান্ডার্ড হবে নাকি নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্টেই দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। আবার ৭৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে বলে আশা করা হচ্ছে। এতে ভেইকেল টু লোড ও ভেইকেল টু ভেইকেল বাই-ডাইরেকশনাল চার্জিং সুবিধা থাকবে, যা গাড়ি থেকে অন্য গাড়ি বা ডিভাইসে শক্তি স্থানান্তর করতে সাহায্য করবে।
টাটা হেরিয়ার ইভির দাম শুরু হতে পারে ২৩ লাখ রুপি (এক্স-শোরুম) থেকে। এটি টাটা মোটরসের সপ্তম ইলেকট্রিক মডেল হতে চলেছে এবং বাজারে মাহিন্দ্রা এক্সইভি ৭ই মডেলের সঙ্গে টক্কর নেবে। শক্তিশালী ব্যাটারি, আধুনিক ফিচার এবং উন্নত প্রযুক্তির কারণে টাটার এই বৈদ্যুতিক গাড়ি দেশের ইভি এসইভি সেগমেন্টে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।