বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। শুক্রবার তাকে দেখা গেল মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে আয়োজিত এক ইভেন্টে। সেখানের কিছু ছবি তিনি শেয়ার করে নেন ইনস্টাগ্রামে। সেই ছবি নিয়েই চলছে আলোচনা।
ইভেন্টে ঐশ্বরিয়া পরেছেন মনিশ মালহোত্রার ডিজাইন করা ডিপ নেকলাইনের লম্বা কালো গাউন। হাতের বর্ডারে ছিল সাদা সুতার কাজ। ছবিতে অনেকেই প্রশংসা করলেও নিন্দার পাল্লা ভারী বেশি। ছবিটি দেখে নেটিজেনদের ধারণা এটি ফটোশপে এডিট করা। এয়ারব্রাশ ব্যবহার করে কোমরের অংশ কমিয়ে ফেলা হয়েছে। কমানো হয়েছে মুখের আকারও।
এক নেটিজেন লিখেছেন, ‘একাধিক লেয়ারে এয়ারব্রাশ ব্যবহার করা হয়েছে। এই মুখ কিংবা ফিগার কোনোটিই তার নয়। বয়সের সাথে ওজন বাড়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে নেয়া উচিত। তার মতো শিক্ষিত নারীর কাছ থেকে এটা আশা করা যায় না।’
আরেকজন লিখেছেন, ‘অনেক বেশি ফটোশপড। আপনি যেমন, নিজেকে তেমন ভাবেই গ্রহণ করার চেষ্টা করুন।’
আরেক ভক্ত লিখেছেন, ‘আপনি এমনিতেই সুন্দর। আপনার প্রযুক্তির সাহায্য নেয়ার প্রয়োজন নেই।’
প্যারিস ফ্যাশন উইকে ‘বাড়তি ওজন’ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় ঐশ্বরিয়াকে। লরিয়াল প্যারিসের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রানওয়েতে সোনালি রঙের কেপ গাউনে দেখা যায় অভিনেত্রীকে। সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।