স্পোর্টস ডেস্ক : আগামী মাসে চীনে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। সেই দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া ও আইভরি কোস্ট। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নাইজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ বাতিল করে দিয়েছে চীন। শঙ্কা জেগেছে আইভরি কোস্টের ম্যাচ নিয়েও।
হ্যাংঝুতে ম্যাচ হওয়ার কথা ছিল নাইজেরিয়ার বিপক্ষে। রয়টার্স তাদের খবরে জানিয়েছে ম্যাচ বাতিলের বিষয়টি। হ্যাংঝু কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে, যেগুলো সবাই জানে, কর্তৃপক্ষের মতে প্রীতি ম্যাচটি আয়োজনের জন্য পরিবেশ যথাযথ নয়। যে কারণে, ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
এই ম্যাচ বাতিলের পেছনে কারণ ভাবা হচ্ছে হংকংয়ে ইন্টার মায়ামির ম্যাচে মেসির মাঠে না নামাকে। প্রাক মৌসুমে প্রস্তুতিতে হংকংয়ে একটি প্রীতি ম্যাচ খেলে ইন্টার মায়ামি। চোটের জন্য লিওনেল মেসি পুরো সময় ছিলেন বেঞ্চে। অথচ মোটা অঙ্কের অর্থ খরচ করে টিকেট কিনেছিলেন হংকংয়ের ফুটবলপ্রেমীরা। কারণটা যে মেসি ছিলেন তা না বললেও চলে।
হংকংয়ে না খেললেও তিন দিনের মাথায় জাপানে স্থানীয় দল ভিসেল কোবের বিপক্ষে খেলেন মেসি ম্যাচের শেষ ৩০ মিনিট। হংকংয়ের আয়োজকরা টিকেটের দামের ৫০ শতাংশ ফিরিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু তাতেও শান্ত হয়নি হংকং।
ম্যাচ বাতিলের বিষয়ে চীন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনে ই-মেইল পাঠানো হলেও কোন জবাব আসেনি জানিয়েছে রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।