এবার সালমানের সঙ্গে বাহুবলীর ‘কাটাপ্পার’ টক্কর

salman

বিনোদন ডেস্ক : দক্ষিণের সুপার হিট সিনেমা ‘বাহুবলী’। যার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন প্রভাস। সিনেমায় বাহুবলীকে খুন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ‘কাটাপ্পা’। এই চরিত্রটি রূপায়ণ করেছিলেন অভিনেতা সত্যরাজ।

salman

সিনেমার প্রথম কিস্তিতে সে সময় জাতীয় প্রশ্নই হয়ে উঠেছিল, কাটাপ্পা কেন মারল বাহুবলীকে? যার উত্তর পাওয়া যায় ‘বাহুবলী’র দ্বিতীয় ভাগে। এবার সেই কাটাপ্পার সঙ্গেই টক্কর দেবেন বলিউড অভিনেতা সালমান খান।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভাইজানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে সত্যরাজকে। তবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে সালমানের ‘সিকান্দার’ সিনেমার শুটিং।

প্রাণনাশের হুমকিকে পাত্তা না দিয়ে ‘দাবাং’ মেজাজেই শুটিং করছেন সালমান। শুটিং ফ্লোর থেকে ইতোমধ্যে ফাঁস হয়েছে ছবিও। এসবের মাঝেই ফাঁস হলো ‘সিকান্দার’-এর নতুন আপডেট। জানা গেছে, এই সিনেমায় সালমানের সঙ্গে জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা।

প্রধানমন্ত্রীর সহায়তা চান অসুস্থ গায়ক রিংকু

অভিনেতার বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের কারণে ‘সিকান্দার’-এর শুটিংয়ের সময় অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে সালমানকে। শুধু তাই নয়, বিদেশের মাটিতেই নাকি পুরো সিনেমার শুটিং হবে। তবে কোন দেশে, সেটা এখনও খোলসা করতে চায়নি ‘সিকান্দার’-এর টিম। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সালমানের এই সিনেমা।

সূত্র: আনন্দবাজার