স্পোর্টস ডেস্ক : এবার বড় সুখবর পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। গত মাসে শ্রীলংকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রত্যাশিত রান করতে না পারলেও আইসিসি র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তার।
শ্রীলংকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। দুই টেস্টে তিন ইনিংসে ৭৬ রান করে দুই ধাপ এগিয়ে ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে চতুর্থ পজিশনে উঠে যান বাবর।
বুধবার আইসিসির সপ্তাহিক হালনাগাদে বাবর আজমসহ র্যাংকিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক স্টিভ স্মিথ ও জো রুটের। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন রুট ও স্মিথ।
৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। র্যাংকিংয়ে ২৭তম স্থান থেকে ২১তম পজিশনে উঠে এসেছেন আবদুল্লাহ শফিক,চার ধাপ এগিয়ে ২৯তম স্থানে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ২৯তম পজিশনে আছেন আগা সালমান।
পাকিস্তানি বোলারদের মধ্যে পেসার নাসিম শাহ সাত ধাপ এগিয়ে আছেন ৩৭তম পজিশনে। বাঁহাতি স্পিনার নোমান আলীর উন্নতি হয়েছে ১৩ধাপ। শাহীন শাহ আফ্রিদি তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।