এবার বোরকা পরে সিনেমা হলে গেলেন নায়িকা মৌসুমী

মৌসুমী

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমী। তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি। দু হাত ভরে কুড়িয়েছেন ভক্তদের ভালোবাসা। তবে আগের মত সিনেমায় আর তেমন দেখা যায় না তাকে। বলা চলে, গেল শিল্পী সমিতির নির্বাচনের পর একেবারেই আড়ালে গিয়েছেন তিনি।

মৌসুমী

শুক্রবার স্বামী চিত্রনায়ক ওমর সানীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বোরকা পরে সিনেমা হলে মৌসুমী। সঙ্গে ছিল মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসান। তবে ওমর সানী তাদের সঙ্গে সিনেমাটি দেখতে পারেননি।

মৌসুমী ও আরেকজন নারীকে প্রিয়তমা সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। দুজন দুই দিক থেকে পোস্টারকে মাঝ বরাবর রেখে ছবি তুলেছেন। অর্থাৎ এই সিনেমাটিই তারা দেখেছেন। মৌসুমীর পুরো শরীর কালো বোরকায় আবৃত, মুখও ঢেকে রেখেছেন।

আরেকটি ছবিতে দেখা যায় এক সারিতে বসে রয়েছেন মৌসুমী, মেহের আফরোজ শাওন ও ঈশিতা। ঈশিতা অবশ্য ফেসবুক মাধ্যমে বলেছেন, প্রিয়তমা সিনেমাটি দেখে প্রত্যেকটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন।

বয়স ৭০ হলেও কমেনি তেজ, তৃতীয় বিয়ে কিংবদন্তি রেসলারের

ছবিগুলো পোস্ট করে সানী লিখেছেন, ‘কয়েক দিন আগেই আমার পরিবার ‘সুড়ঙ্গ’ দেখেছে। তারপর গতকালই দেখল ‘প্রিয়তমা’। ব্যস্ততার কারণে আমি মিস করেছি।’