বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের খ্যাতনামা অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা নতুন ইলেকট্রিক গাড়ি আনল। প্রতিষ্ঠানটির থার মডেলের এসইউভির বৈদ্যুতিক ভার্সন এনেছে। সম্প্রতি ব্যাটারিচালিত এই অফরোডারের ছবি ইন্টারনেটে প্রকাশ হয়েছে। যদিও গাড়িটি দক্ষিণ আফ্রিকায় বিক্রিও শুরু হয়েছে।
ভারতে বেশ জনপ্রিয় মাহিন্দ্রা থার। এই গাড়ির বিক্রিও ভালো। এবার গাড়িটির বৈদ্যুতিক ভার্সন এনে সবাইকে চমকে দিল।
মাহিন্দ্রার পরিবেশবান্ধব নতুন গাড়িটি আইএনজিএলও-পি১ভি প্ল্যাটফর্মের অধীনে তৈরি করা হয়েছে। ভারতে যে থার মডেলর গাড়ি বিক্রি হয় তা ৩ দরজার। তবে ইলেকট্রিক গাড়িতে থাকছে ৫ দরজা।
বেশ আকর্ষণীয় সাসপেনশনের সঙ্গে বাজারে এসেছে গাড়িটি। এতে থাকছে বক্সি টাইপ চেহারা, বর্গাকার হেডলাইট ইউনিট এবং আয়তক্ষেত্রাকার গ্রিল রয়েছে এই গাড়িতে যার একপাশে মিলবে তিনটি এলইডি সেটআপ। গাড়ির সামনের বাম্পারেও বড় পরিবর্তন করা হয়েছে।
ল্যান্ড রোভার শুরু দিকে ল্যান্ড ত্রুজারগুলোতে এই ধরনের অনুরূপ স্টাইলিং ব্যবহার করত। গাড়িটি বেশ কম্প্যাক্ট ডিজাইনের রেখেছে সংস্থাটি। এ ক্ষেত্রে বলে রাখা ভালো, মাহিন্দ্রা থার ইভি যে প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেই প্ল্যাটফর্মের অধীনে একাধিক গাড়ি আনতে চলছে প্রতিষ্ঠানটি।
মাহিন্দ্রা থার ইভির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ৩০০ মিটার। এই গাড়িটির রেঞ্জ বা ব্যাটারি সংক্রান্ত তথ্য এখনও কিছু প্রকাশ করেনি মাহিন্দ্রা।
থার ইভির পাশাপাশি এদিন স্করপিও-এন এর উপর ভিত্তি করে নতুন পিক-আপ ট্রাক এনেছে সংস্থা। যেখানে মিলবে একগুচ্ছ সুরক্ষা এবং স্মার্ট ফিচার্স। এই চার চাকায় মিলবে ৫জি ভিত্তিক কানেক্টিভিটি ফিচার্স, থাকবে সানরুফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।