এবার টাইম আউট শোয়েব মাকসুদ

শোয়েব মাকসুদ

স্পোর্টস ডেস্ক : ‘টাইম আউট’ নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি গত কয়েক সপ্তাহে। বিশ্বকাপে অ্যাঞ্জেলা ম্যাথিউসের বিপক্ষে ‘টাইম আউটের’ আবেদন করা সাকিব আল হাসান এখনো অনেকের কাঠগড়াতে। যার ফলে প্রথমবার টাইম আউট দেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট।

শোয়েব মাকসুদ

এর রেশ কাটতে না কাটতেই আবার টাইম আউট দেখল ক্রিকেট বিশ্ব। এবারের ঘটনা পাকিস্তানে। সেখানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ঠিক সময়ে ব্যাট করতে না পারায় টাইম আউট হয়েছেন শোয়েব মাকসুদ।

সম্প্রতি পাকিস্তানে চলছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের ম্যাচে শনিবার আজাদ জম্মু এবং কাশ্মীরের মুখোমুখি হয় মুলতান। সেখানে মুলতানের হয়ে ব্যাটিংয়ের সময় দেরিতে মাঠে আসায় শোয়েব মাকসুদকে টাইম আউট দেন আম্পায়ার।

টিভি আম্পায়ারের সঙ্গে আলোচনা করে মাকসুদকে আউট ঘোষণা করেন কর্তব্যরত আম্পায়ার। সাকিব- ম্যথিউস কাণ্ডে বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও এবার আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে কোনো তর্ক বা অভিযোগ করতে দেখা যায়নি পাকিস্তানি এই ক্রিকেটার বা তার দলকে।

বেশি আশাবাদী মানুষের বুদ্ধি কম: গবেষণা

আইসিসির আইন প্রণোয়ন সংগঠন এমসিসির নীতিতে ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’