এবার একসঙ্গে কাজ করবেন প্রসেনজিৎ-জিৎ

prosenjit-jeet

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা প্রসেনজিৎ ও জিৎ।

prosenjit-jeet

দীর্ঘদিন সিনেমায় কাজ করলেও কখনো পর্দায় একসঙ্গে দেখা যায়নি এই দুই তারকাকে। জানা যায়, ওটিটির জন্য নির্মিত একটি সিরিজে এবার একসঙ্গে দেখা যাবে তাদের। সিরিজটির গল্পে কলকাতা পুলিশের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে।

সারাকে ছেড়ে স্প্যানিশ নারীর প্রেমে পড়েছেন শুভমান গিল!

এই সিরিজের মাধ্যমে ওটিটিতে জিতের অভিষেক হবে।