আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীর সফরের সময়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কাশ্মীরি ছাত্রীদের সঙ্গে অনেক বিষয়ে কথা বলেছেন। এ সময় তিনি ফের তিনি বিয়ের বিষয়ে প্রশ্নের মুখে পড়েন।
সম্প্রতি শ্রীনগরে কংগ্রেসপ্রধানকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন কলেজের কয়েকজন শিক্ষার্থী। আসলে, এদিন ওই ছাত্রীদের সঙ্গে রাজনীতি, শিক্ষা, চাকরি ও বিয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন রাহুল। তখনই উঠে আসে তার বিয়ের প্রশ্নটি।
সামাজিকমাধ্যম টুইটার এবং ইনস্টাগ্রামে কাশ্মীরের তরুণ শিক্ষার্থীদের সঙ্গে নিজের এই মনখোলা কথোপকথনের ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী নিজেই।
ভিডিওতে রাহুলকে কাশ্মীরের ছাত্রীদের সঙ্গে গল্প করতে দেখা যায়। সাদা টি-শার্ট পরে খোলা মাঠে ছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এসময়ই এক ছাত্রী তার বিয়ে নিয়ে প্রশ্ন করে বসেন। উত্তর দিতে গিয়ে একেবারেই চুপ করে থাকেননি রাহুল। এ বিষয়ে কংগ্রেস নেতার স্পষ্ট দাবি, এখনই কোনো পরিকল্পনা নেই। যদি হয় তাহলেও ঠিক আছে। গত ২০ থেকে ৩০ বছর ধরে এই বিয়ে করার চাপ থেকে আমি এখন বেরিয়ে এসেছি। তখনই ছাত্রীর দাবি, বিয়ের দিন যাতে তাদের আমন্ত্রণ জানানো হয়। চওড়া হাসি মুখে রাহুলের প্রত্যুত্তর, করবেন নিশ্চয়ই।
এর বাইরে ভিডিও শেয়ার করে ইন্সটাগ্রামে রাহুল লিখেছেন, কাশ্মীরের ছাত্রীদের সঙ্গে কথোপকথনে তিনি খোলাখুলিভাবে গোটা দেশের নারী শক্তির অসুবিধা বিষয়ে জানতে পেরেছেন। ভারতীয় নারীরা আজ সর্বত্র বৈষম্য, নৃশংসতা ও নিপীড়নের শিকার। এর অবসান ঘটাতে হলে সামাজিক স্তরে পরিবর্তন আনতে হবে, পুরুষের মানসিকতায় পরিবর্তন আনতে হবে- তবেই আমরা দেশের নারীদের একটি নিরাপদ সমাজ দিতে পারব।
বলা বাহুল্য, রাহুল গান্ধীর এই ভিডিওটি ইনস্টাগ্রামে ৪ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিক্রিয়াও পেয়েছে এটি। এ প্রসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, এই ধরনের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। রাহুলের উচিত বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে এই ধরনের কথোপকথন চালিয়ে যাওয়া। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, কাশ্মীরে বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধির বিষয়ে মেয়েটির মন্তব্য শুধুমাত্র কাশ্মীরের জন্যই নয়, সমগ্র দেশের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।