স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজের শুরুতে ভারতের ভিসা জটিলতায় পড়েছিলেন ইংলিশ স্পিনার শোয়েব বশির। এ কারণে তিনি হায়দরাবাদ টেস্টে খেলতে পারেনি। যদিও ব্যাপক সমালোচনার পরে তাকে ভিসা দেওয়া হয়।
এবার একই সমস্যার মুখে পড়তে হলো আরেক ইংলিশ স্পিনার রেহান আহমেদ। অথচ গত ২ ফেব্রুয়ারিতে বিশাখাপত্তমে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও খেলেছেন তিনি। চার দিনে এই টেস্ট শেষ হওয়ার পর বাকি তিন ম্যাচ রেখেই দলের সঙ্গে আবুধাবিতে চলে যান রেহানও। ৭ দিন পর ফিরেই জানতে পারেন, তার কাগজপত্র ঠিক নেই।
আবুধাবিতে ভালো সময় কাটানোর পর গতকাল সোমবার ফের ভারতে ফেরে ইংল্যান্ড দল। দলের সঙ্গে যথারীতি ফেরেন রেহানও। ইংলিশ দলকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে রাজকোটের হিরাসার এয়ারপোর্টে। সেখানেই শুরু হয় নাটকীয়তা।
রেহানকে এয়ারপোর্ট থেকে ভারতে ঢুকতে দিচ্ছিলেন না দায়িত্বরত কর্মকর্তারা। তারা জানায়, রেহান নিজের সঙ্গে সঠিক কাগজপত্র নিয়ে আসেননি। সেখানে সময়ক্ষেপণের বিষয় জানতে পারে ছুটে আসেন অন্যান্য কর্মকর্তারা। তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত দেন তারা। পরে এই লেগ স্পিনারকে দলের সঙ্গে টিম হোটেলে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
ইংল্যান্ড দল আশা করছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসে বলা হয়েছে, ‘ইংল্যান্ড দলকে আবার ভিসা প্রক্রিয়া করার পরামর্শ দেওয়া হয়েছে। যা আগামী দুই দিনের মধ্যেই তার করতে হবে। খেলোয়াড়কে (রেহান) দলের বাকিদের সাথে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং তিনি মঙ্গলবার অনুশীলনেও উপস্থিত থাকবেন।’
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচেই খেলেছেন রেহান। দুই ম্যাচে তার ঝুলিতে জমা হয়েছে ৮ উইকেট। ব্যাট হাতে ১৭.৮০ গড়ে রান করেছেন ৭০।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।