বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : প্রথমবারের মতো রয়েল এনফিল্ড ৭৫০ সিসির ক্যাফে রেসার বাইক আনার ঘোষণা দিল। ৭৫০ সিসির এই বাইকের কোডনেম ‘R2G’। তবে বাজারে এটি ‘ববার’ নামেও আসতে পারে। এখন পর্যন্ত ৬৫০ সিসির বাইক বিক্রি করছিল প্রতিষ্ঠানটি।
ইতিমধ্যে এই বাইকটির পরীক্ষা চলছে সড়কে। নতুন ক্যাফে রেসার বাইকটি কোম্পানির ইন্টারসেপ্টার ৬৫০ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। এই নতুন বাইকটি বাজারে আসা পর বিদ্যমান কন্টিনেন্টাল জিটি ৬৫০ মডেলের স্থান দখল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যেকোনো নতুন বাইক আনার আগে বেশ কিছুটা সময় নেয় রয়েল এনফিল্ড। যাবতীয় পরীক্ষা- নিরীক্ষার পর সম্ভবত ২০২৬- ২৭ সালের মধ্যে বাজারে পা রাখবে বাইকটি। সম্ভবত ইন্টারসেপ্টার ৭৫০ মডেলের সঙ্গেই লঞ্চ করবে বাইকটি। রয়্যাল এনফিল্ডের এই নতুন উদ্যোগ বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। এটি কোম্পানির সবচেয়ে বড় মোটরসাইকেল হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
বিশ্ব বাজারে রয়েল এনফিল্ড বাইকের বেশ সুনাম রয়েছে। কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইকগুলোর মধ্যে রয়েছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টার, কন্টিনেন্টাল জিটি, বুলেট, ক্লাসিক ইত্যাদি। তবে এই সমস্ত মোটরবাইকই ৩৫০ সিসি কিংবা ৬৫০ সিসির। এবারই আসছে ৭৫০ সিসির বাইক।
নতুন ক্যাফে রেসারটি একটি বর্লি, মনজা- স্টাইলের সামনের ফেয়ারিং দিয়ে সজ্জিত অবস্থায় দেখা মিলেছে। এটি বাইকটির জ্বালানি ট্যাঙ্কের অর্ধেক অংশ পর্যন্ত বিস্তৃত। এতে উপস্থিত ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং পেছনের দিকের ফুটপেগ বাইকটির আর্গোনমিক্সও স্পোর্টি লুক দিয়েছে। পরীক্ষামূলক বাইকের আরেকটি আকর্ষণীয় দিক হল সিটের নিচে একটি গোলাকার প্যানেল, যা সদ্য লঞ্চ হওয়া বিয়ার ৬৫০ মডেলেও রয়েছে।
রয়েল এনফিল্ডের ৬৫০ সিসি বাইক কন্টিনেন্টাল এবং ইন্টারসেপ্টার যাদের খুব প্রিয় তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে ৭৫০ সিসির নতুন মোটরবাইক। এদিকে রয়েল এনফিল্ড সম্প্রতি ঘোষণা দিয়েছে ইলেকট্রিক বাইক বাজারে আনার।
প্রসঙ্গত, রয়েল এনফিল্ডের এই নতুন মডেলটি কোম্পানির আধুনিক এবং শক্তিশালী মোটরসাইকেল প্রদানে এক নতুন অধ্যায় যোগ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।