আন্তর্জাতিক ডেস্ক : নিজেই নিজেকে উপাধি দিয়েছেন, ‘সিইও অফ স্পার্ম ডোনেটিং’। তাঁর শুক্রাণু পেতে নাকি চাতক পাখির মতো আকুল হয়ে থাকেন দেশ-বিদেশের বহু নারী। তাই এ বার শত সন্তানের পিতা হতে চান আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কাইল জর্ডি।
কাইল নিয়মিত শুক্রাণু দান করেন। নেটমাধ্যমে অনেকেই তাঁকে বিশ্বের সেরা স্পার্ম ডোনার বলেও অভিহিত করেন। কাইল নিজেও এই শিরোপা বেশ উপভোগ করেন। সমাজমাধ্যমে কাইল জানিয়েছেন, শুক্রাণু দান করাই তাঁর নেশা। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও, কাইলের দাবি, ইতিমধ্যেই বিভিন্ন দেশে ৮৭ সন্তান রয়েছে তাঁর। অবিরাম অনলাইনে বিভিন্ন দেশ থেকে সন্তানধারণে ইচ্ছুক মহিলারা যোগাযোগ করেন তাঁর সঙ্গে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাঝেমাঝেই ডাক পড়ে তাঁর। কাইলের শুক্রাণু ব্যবহারকারী অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা বর্তমানে ১৪। তাই কাইলের আশা ২০২৫ সালের মধ্যেই ‘সেঞ্চুরি’ করবেন তিনি।
তবে এখানেই থামতে চান না কাইল। ৮৭ সন্তানের পিতা জানিয়েছেন, এ বার নতুন এক অভিযানে নামতে চান তিনি। তিনি চান বিশ্বের সব দেশে তাঁর সন্তান থাকুক। আর এই লক্ষ্যেই জাপান, আয়ারল্যান্ড ও দক্ষিণ কোরিয়া ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৬ এর মধ্যে নতুন লক্ষ্য পূরণ করার জন্য বিশ্ব ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কাইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।