আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য হুতিদের আক্রমণের সামর্থ্য খর্ব করা, তবে ইয়েমেনের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ নেয়া হুতিদের ভাষ্য, তারা গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি রেখে এ হামলা চালাচ্ছে, যা আরও বাড়ানো হবে।
ইয়েমেন থেকে ছোড়ার জন্য তাক করে রাখা হুতিদের ১৪টি ক্ষেপণাস্ত্রে বুধবার হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্র চতুর্থ দিনের মতো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইয়েমেনের আশপাশে বাণিজ্যিক জাহাজ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের ওপর অত্যাসন্ন হুমকি হুতিদের ক্ষেপণাস্ত্র।
বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার জন্য প্রস্তুত রাখা হয়েছিল। এগুলো যেকোনো সময় ছোড়া হতো। এ কারণে যুক্তরাষ্ট্রের বাহিনী আত্মরক্ষার সহজাত অধিকার ও বাধ্যবাধকতার চর্চা করেছে।
এতে উল্লেখ করা হয়, অন্যান্য ব্যবস্থার সঙ্গে এসব হামলা লোহিত সাগর, বাব-এল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজে হুতিদের ‘বেপরোয়া হামলা’ অব্যাহত রাখার সামর্থ্য খর্ব করবে।
গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি যোদ্ধারা, যা এশিয়া ও ইউরোপের মধ্যকার বাণিজ্যকে শ্লথ করেছে।
যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য হুতিদের আক্রমণের সামর্থ্য খর্ব করা, তবে ইয়েমেনের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ নেয়া হুতিদের ভাষ্য, তারা গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি রেখে এ হামলা চালাচ্ছে, যা আরও বাড়ানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।