লন্ডন মাতিয়ে এবার মুম্বাই সফরে জায়েদ খান

Zayed Khan

বিনোদন ডেস্ক : দারুণ সময় কাটাচ্ছেন জায়েদ খান। প্রায় প্রতিমাসে বিদেশ ট্যুর দিচ্ছেন। এমাসে অস্ট্রেলিয়া তো পরের মাসে যুক্তরাজ্য! তিনি যেখানে যান, দর্শকদের মাতিয়ে রাখেন। এ কারণে বিদেশের স্টেজ শো-গুলোতে জায়েদের বিশেষ কদর! ঈদের প্রথম সপ্তাহেই আবার তিনি যাচ্ছেন দুবাইতে!

Zayed Khan

সম্প্রতি জায়েদ তার ফেসবুকে বিমানে বসা একটি ছবি পোস্টে ‘ট্রাভেলিং মুম্বাই’ দিয়ে পোস্ট দিয়েছেন। লন্ডন মাতিয়ে কয়েকদিনের মধ্যে আবার মুম্বাই কেন?

বুধবার বিকেলে ‘সোনার চর’ ছবির এই নায়ক চ্যানেল আই অনলাইনকে জানান, তার প্রিয় শহরের মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই। এ কারণে তিনি মন চাইলেই মুম্বাই বেড়াতে যান। বললেন, প্রফেশনাল কাজে নয়, ‘একেবারে ব্যক্তিগত ভ্রমণে মুম্বাই এসেছি, ৭দিন থাকবো।’

এর আগে বহুবার মুম্বাই গিয়েছিলেন জায়েদ। বললেন, এখানে আমার অনেক বন্ধুরা থাকে। বলিউডের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। এখানে এলে তাদের সঙ্গে আড্ডা হয়। অনেককিছু জানা শোনা হয়, ঘোরাঘুরি করি। তাছাড়া এবার আসার আরেকটি কারণ হচ্ছে ঈদের শপিং। মুম্বাই অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের শো রুম রয়েছে। বলিউডের আর্টিস্টরা এখান থেকে কেনাকাটা করেন। আমিও এখানে এলে শপিং করি। সাতদিনের জন্য মুম্বাই এসেছি। ঈদের আগের দিন ঢাকা ফিরবো। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবো।

জায়েদ বলেন, মনিষীরা বলে গেছেন, টাকা না জমিয়ে ঘোরাঘুরি করো। আমি এখনো নিজেকে বিভিন্ন জায়গায় ঘুরে এক্সপ্লোর করি। সত্যি মনটা জুড়িয়ে যায়। ঈদের পর আবার দুবাইয়ে একটি শো-তে যাব। সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে যাবো। এবার আমার সঙ্গে নুসরাত ফারিয়াও যাবে। আসলে বিদেশে গেলে খুব সহজে বুঝতে পারি প্রবাসীরা আমাকে কতটা ভালোবাসে।

গেল ঈদ জায়েদ খান অভিনীত ছবি সোনার চর মুক্তি পেয়েছি। এবার এই ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। ঈদুল আযহার আয়োজনে ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমার।