বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : জাপানে তৈরি টয়োটা গাড়ির সুনাম বিশ্বজুড়ে। প্রতিষ্ঠানটি সম্প্রতি নতুন গাড়ি নিয়ে বাজারে হাজির হয়েছে। যার মডেল টয়োটা আর্বান ত্রুজার টাইসর। এটি একটি কম্প্যাক্ট এসইউভি। এই গাড়ি ২৮ কিলোমিটার মাইলেজ দেবে।
সম্প্রতি ভারতের বাজারে এই গাড়ির বিক্রি শুরু হয়েছে। দেশটির বাজারে ৮ লাখ রুপি থেকে গাড়ির দাম শুরু হয়েছে। ইতিমধ্যে এই গাড়ি কেনার জন্য ক্রেতারা শোরুমে ভিড় জমাচ্ছেন।
টয়োটার নতুন এই গাড়িতে রয়েছে ১ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এটির সিএনজি ভ্যারিয়েন্টও লঞ্চ হয়েছে। যার মাইলেজ ২৮ কিমি প্রতি কেজি।
টয়োটা আর্বান ত্রুজার টাইসরের দাম ভারতে ৭.৭৪ লাখ রুপি থেকে ১৩.০৪ লাখ রুপি। গাড়িটি মারুতি সুজুকি ফ্রনক্স কে অনুসরণ করে আনা হয়েছে। এর জন্য মারুতির সঙ্গে হাত মিলিয়েছে টয়োটা।
টার্বো পেট্রল গাড়ির চাহিদা দারুণ
টাইসরের টার্বো পেট্রোল ভ্যারিয়েন্টের চাহিদা সবথেকে বেশি। দাম, কালার এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে এই গাড়ি কিনতে ছুটছে মানুষ। কালারের ক্ষেত্রে সবথেকে বেশি গেমিং গ্রে, স্পোর্টিন রেড এবং লুসেন্ট অরেঞ্জের চাহিদা বেশি, ম্যানুয়াল এবং অটোমেটিক ভ্যারিয়েন্টগুলোর বুকিং বেশি জমা পড়েছে।
টয়োটা টাইসর সিএনজি
গাড়ির সিএনজি মডেল পাওয়া যাবে শুধুমাত্র বেস মডেল ই ভ্যারিয়েন্টে। এটি ভারতে টয়োটা সবথেকে সস্তা এসইউভি গাড়ি। বাজারে যার প্রতিপক্ষ রয়েছে মারুতি ফ্রনক্স, নিসান ম্যাগনাইট, রেনো কাইগার, টাটা নেক্সন, কিয়া সনেট, মাহিন্দ্রা এক্সইউভি ৩এক্সও এবং হুন্দাই ভেন্যু।
একনজরে গাড়ির ইঞ্জিন ও স্পেসিফিকেশন
এতে পাবেন ১ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। যা সর্বোচ্চ ৯৮.৬৯ হর্সপাওয়ার এবং ১৪৭ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়িতে ফিচার্স পাবেন ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, সামনে ও পেছনে স্পিকার, ব্লুটুথ কানেক্টিভিটি।
গাড়িতে সেফটি ফিচার্স রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, অ্যান্টি থেফট অ্যালার্ম, ছয়টি এয়ারব্যাগ, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, সিট বেল্ট ওয়ার্নিং, স্পিড অ্যালার্ট, আইসোফিক্স চাইল্ড সিট মাউন্ট, হেডস আপ ডিসপ্লে এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।