ভক্সওয়াগনের এই গাড়িতে রয়েছে দুর্দান্ত সাউন্ড সিস্টেম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গাড়ি কেনার সময় সাউন্ড সিস্টেম কেমন তা অনেকেই যাচাই করেন। বিশেষ করে তরুণরা। তারা চান তাদের গাড়িতে দুর্দান্ত সাউন্ড সিস্টেম থাকুন। মিউজিক লাভারদের কথা চিন্তা করে ভক্সওয়াগেন নিয়ে আসছে টাইগুন অ্যান্ড ভার্টাসের সাউন্ড এডিশন। যেখানে থাকছে স্পেশালি টিউনড অডিও সিস্টেম।

এই গাড়িতে থাকছে সাব উফার। তাইগুন অ্যান্ড ভার্টাসের সবচেয়ে প্রিমিয়াম ভেরিয়েন্টের ওপর নির্ভর করে আসছে এই গাড়ি গুলো।

এই মডেলে থাকছে ১.০ লিটারের টিএসআই টার্বো পেট্রল ইঞ্জিন। আর এতে গিয়ারবক্সের অপশন থাকছে দুইটি। একটি ৬ স্পিড ম্যানুয়াল। অন্যটি ৬ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক।

এর সঙ্গেই আরো কিছু ফিচার যোগ করা হয়েছে। রয়েছে সাউন্ড এডিশন ব্যাজ। গ্রাফিক্স প্লাস অ্যাডেড ফিচার যেমন ইলেকট্রিক ফ্রন্ট সিট, পাডল ল্যাম্প এবং ফুটওয়েল ইলামুনিশন। এতে রয়েছে ডুয়াল ইলেকট্রিক সিট । সম্ভবত এই সেগমেন্টের গাড়িতে প্রথম এমন ফিচার দেওয়া হয়েছে।

বেশ কয়েকটি রঙ ও গ্রাফিক্স এই গাড়ি পাওয়া যাবে। যার সাধ্যের মধ্যেই। ভারতে এই গাড়ি কেনা যাবে ১৬ লাখ রুপিতে।

ভক্সওয়াগন ভার্টাসে রয়েছে ১০ ইঞ্চির টাচস্ক্রিন। রয়েছে ওয়ারলেস স্মার্টফোন কানেক্টেভিটি, ওয়ারলেস চার্জিং, কানেকটেড কার টেকনোলাজিসহ আরও একাধিক ফিচার।

রয়েছে রিয়ার-ভিউ ক্যামেরাও। ভার্টাসে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ইএসসি, পিছনের আসনে রয়েছে তিনটি হেডরেস্ট।