১৪০ ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ড গড়লেন এই নারী

সুচেথা সতিশ

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে কপ-২৮ সম্মেলনে জলবায়ুবিষয়ক একটি কনসার্ট হয়। সেখানে ১৪০ ভাষায় গান পরিবেশন করেন সুচেথা সতিশ। তার বাড়ি ভারতের কেরালায়, উপকূলীয় অঞ্চলে। নিছক নাম কামাতে এতগুলো ভাষায় গান গেয়েছিলেন তা নয়, আসলে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ববাসীর বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোর মানুষ যে হুমকির মুখে সেটাই গানে গানে বলে যান তিনি। বিশ্বের নানা প্রান্ত থেকে সম্মেলনে আসাদের মাধ্যমে উপকূলবাসীর দুর্দশা, আগামীর প্রত্যাশা তুলে ধরতেই ১৪০ টি ভাষায় গান পরিবেশন করেন এই শিল্পী।

সুচেথা সতিশ

এবার তার প্রচেষ্টাকে শ্রদ্ধা জানাতে ১৪০ ভাষায় গান গাওয়া শিল্পীকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এ ব্যাপারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে লেখা হয়েছে, দুবাইতে ভারতীয় কনস্যুলেটর অডিটোরিয়ামে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সচেতনতা তৈরির জন্য ১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড করেছেন সুচেথা।

খারাপ ব্যবহারের কারণেই হেরেছেন মমতাজ!

সংবাদমাধ্যম এনডিটিভির খবর, গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ডস গড়ার পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে সুচেথা লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় সবার সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করছি। গত ২৪ নভেম্বর জলবায়ু কনসার্টে ৯ ঘণ্টায় ১৪০টি ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছি আমি। সবাইকে শুভকামনা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’