বাড়ির প্রতিটি কোণ স্পষ্ট ক্যাপচার করতে পারে শাওমির এই সিসি ক্যামেরা

মডেল শাওমি ৩৬০

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি সাশ্রয়ী দামে নতুন সিসি ক্যামেরা আনল। মডেল শাওমি ৩৬০ হোম সিকিউরিটি ক্যামেরা। নতুন এই সিকিউরিটি ক্যামেরায় ৩ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। ৩৬০ ডিগ্রি প্যানারমিক ভিউ দিতে সক্ষম এই ক্যামেরা। বাড়ির প্রতিটি কোণ স্পষ্ট ক্যাপচার করতে পারে।

মডেল শাওমি ৩৬০

পাশাপাশি রয়েছে এআই হিউমার ডিটেকশন টেকনোলজি। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের চেহারা স্পষ্ট ক্যাপচার করা যায় এই ক্যামেরায়। এই সিকিউরিটি ক্যামেরা শাওমি হোম অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। উন্নত প্রযুক্তি থাকায় ভুয়া অ্যালার্ম থেকেও সতর্ক করবে আপনাকে। অফিস বা বাড়ির বাইরে থেকে মোবাইলের মাধ্যমেই দেখে নিতে পারবেন সব কিছু। সিকিউরিটি ক্যামেরার দাম পড়বে বাংলাদেশি টাকায় ৪২০০।

শাওমি ৩৬০ হোম সিকিউরিটি ক্যামেরা টুকেতে পাবেন ৩৬০ ডিগ্রি অনুভূমিক ভিউ এবং ১৮০ ডিগ্রি উল্লম্ব বা ভার্টিকাল ভিউ। এতে রয়েছে ৩ মেগাপিক্সেল সেন্সর। যা টুকে রেজল্যুশন দেয়। এতে ৬পি লেন্স থাকায় এটি আরও স্পষ্ট ছবি ক্যাপচার করতে পারে এবং যার ফলে বাড়িতে কী হচ্ছে তা বুঝতে সুবিধা হয় ইউজারের।

এই সিসি ক্যামেরা ওয়াইড ডাইনামিক রেঞ্জ মোডের সঙ্গে আসে। মিলবে ওয়াইফাই কানেক্টিভিটি। বাইরে থেকে শাওমি হোম অ্যাপের সঙ্গে কানেক্ট করতে পারবেন এই ক্যামেরা। যার ফলে অফিস থেকে বসেই ওয়্যারলেস মনিটরিং করা যাবে।

ডেটিং অ্যাপে ভালোবাসার মানুষ খুঁজতে শ্যারন স্টোন

শাওমির দাবি, এতে রয়েছে ইনফ্রা এলইডি লাইট, যা রাতের বেলাতেও স্পষ্ট ছবি ও ভিডিও রেকর্ডিং করতে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে এআই হিউমান ডিটেকশন প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষ চিনতে সাহায্য করে। সিকিউরিটি ক্যামেরাতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ নিয়ে যেতে পারবেন।