বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির খরচ বাড়ছে ধীরে ধীরে। সাধারণ মানুষের পক্ষে সেই খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি রয়েছে জ্বালানির ফলে পরিবেশের উপর নানান ক্ষতিকর প্রভাব। আর এর ফলে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে।
এই কারণে দেশের গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের গাড়িতে আনছে বদল। বৈদ্যুতিক গাড়ি তৈরি হচ্ছে বেশি করে। আর সেই গাড়িতে থাকছে একাধিক ফিচার্স। যা জ্বালানি গাড়ির সমান হয়ে চলেছে। সম্প্রতি বাজারে হাজির হয়েছে এমনই বৈদ্যুতিক একটি দুই চাকার বাইক। আর সেটি হল নাম হল Thomus Twinner T11।
জানা গিয়েছে, এই বাইকটির ওজন মাত্র ৩২ কেজি। বর্তমানে বাজারে যে বাইক বিক্রি হয় তার তুলনায় অনেকটাই কম ওজন এই দুই চাকার বাইকটির। এর পাশাপাশি রয়েছে অনেক নতুন নতুন ফিচার্স। বাইকটিতে দেওয়া হয়েছে ১৬৩৮ ওয়াট ব্যাটারির সঙ্গে স্মার্ট চার্জিং সাপোর্ট। বাইকে একটি রিয়ার ক্যামেরা রয়েছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে বাইকটি ৩.৬ সেকেন্ডে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা রাস্তা অতিক্রম করতে সক্ষম।
আপনি নিজের শহরতলিতে ঘোরা, অফিস যাওয়া বা কোনো দরকারে বৈদ্যুতিক বাইক Thomas Twinner T11 ব্যবহার করতে পারবেন। এটিতে রয়েছে ১২ স্পীড পিনিওন গিয়ারবক্স, হ্যান্ডেলবার। বাইকের সামনে ও পিছনে রয়েছে লাইট। এর পাশাপাশি স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা রয়েছে। মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে বাইকটির লোকেশন ট্র্যাকিং করতে পারবেন। এই বাইকের ইঞ্জিন ৭০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।
চোখের পলকে বদলে যায় এই গাড়ির রঙ, নীতা আম্বানির এই গাড়ির দাম জানলে অবাক হবেন
বাইকটির দাম জানা গিয়েছে, ১০,৯১৫ ডলার। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই বাইকটি কিনতে পারবেন গ্রাহকেরা। হালকা ওজনের ব্যাটারি চালিত গাড়িটির জনপ্রিয়তা এই কারণে এত বেশি৷ এটি একাধিক রঙে পাওয়া যাচ্ছে বাজারে। আইস ব্লু, ব্ল্যাক স্যাটিন, পেট্রোল ব্লু, হোয়াইট স্যাটিন বিভিন্ন রঙে উপলব্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।