স্পোর্টস ডেস্ক : রানবন্যার কারণে অন্য রকম মহাত্ব্য পেয়েছে এবারের আইপিএল। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম কাজে লাগিয়ে দলগুলো তাদের প্লেয়ারদের দিচ্ছে ভয়ডরহীন ক্রিকেট খেলার সার্টিফিকেট। নিশ্চয়তা পেয়ে অনেকে সুযোগ কাজে লাগাচ্ছেন। কেউ কেউ ব্যাট করছেন ২০০ বা তার বেশি স্ট্রাইকরেটে।
*এবারের আইপিএলে কমপক্ষে ১০০ রান করেছেন, এমন ক্রিকেটারদের এ প্রতিবেদনে আমলে নেয়া হয়েছে।
এবারের আইপিএলে রানবন্যা বইয়ে দিচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। এ দলের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা আছেন ‘খুনে মানসিকতা’য়। প্রতিপক্ষের বোলারদের ওপর দিয়ে রীতিমতো ধ্বংসলীলা চালাচ্ছেন তারা। হায়দরাবাদ এবার যে তিনটি আড়াইশো ছাড়ানো ইনিংস খেলেছে, সেগুলোতে তাদেরই অবদান। দুজনের স্ট্রাইকরেটই দুশোর ওপরে।
৩৬১ রান নিয়ে এবারের আসরের সর্বোচ্চ রানের মালিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। তার পরেই আছেন হেড। ৬ ইনিংসে ২১৬ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। তার ৩২৪ রানের মধ্যে ২৬৪ রানই এসেছে বাউন্ডারি (চার-ছয়) থেকে। স্ট্রাইকরেটেরtre হিসাবে তার কাছাকাছি স্থানে অভিষেক। ২৫৭ রান করতে ২১৫.৯৬ স্ট্রাইকরেটে ব্যাট করছেন তিনি।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন বেঙ্গালুরুর দিনেশ কার্তিক। পরিসংখ্যানে চোখ রাখলে কার্তিক ভুল কিছু বলেননি বলেই মনে হতে পারে। ২২৬ রান করতে ২০৫.৪৫ স্ট্রাইকরেটে ব্যাট করছেন ৩৮ বছর বয়সী। চারের (১৬) চেয়ে তিনি ছক্কাই (১৮) মেরেছেন বেশি।
দুশো স্ট্রাইকরেটে ব্যাট করাদের মধ্যে একটা নাম খুবই অপরিচিত- অশুতোষ শর্মা। পাঞ্জাব কিংসের এই ব্যাটার অবলীলায় জাসপ্রিত বুমরাহর বলে স্কয়ার লেগে ছক্কা মারেন, অসম্ভবকে সম্ভব করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৪ ইনিংসে এখন পর্যন্ত ১৫৬ রান করেছেন তিনি, ২০৫.২৬ স্ট্রাইকরেটে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ফ্রেসার ম্যাকগার্কের। দিল্লির হয়ে এ ব্যাটারও চার-ছক্কার ফুলঝুরি দেখাচ্ছেন। মাত্র ৩ ইনিংস খেলেই তিনি করে ফেলেছেন ১৪০ রান। সর্বোচ্চ ৬৫, মাত্র ১৮ বলে। কমপক্ষে ১০০ রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি। ২২ বছর বয়সী এই অজি ব্যাট করছেন ২২২.২২ স্ট্রাইরেটে।
আন্দ্রে রাসেল তো বরাবরই মারকুটে। কলকাতার এ ব্যাটার ৪ ইনিংসে ১২৮ রান করেছেন ঠিক দুশো স্ট্রাইকরেটে।
হায়দরাবাদের আবদুল সামাদ খেলছেন ২১৬.৩৬ স্ট্রাইকরেটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।