জুমবাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রণালয় অনুমোদিত বেসরকারি ২৩ টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের সনদধারীরাই কেবল উচ্চতর স্কেলে অন্তর্ভুক্তির সুযোগ পাবেন। এর বাইরে অন্য কোনো টিটি কলেজ থেকে কেউ ডিগ্রি নিলেও তা উচ্চতর স্কেলের জন্য বিবেচিত হবে না।
মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকাভুক্ত বেসরকারি ২৩ বিএড কলেজের বাইরে অন্যান্য বেসরকারি বিএড কলেজ থেকে অর্জিত বিএড সনদধারীদের উচ্চতর স্কেল প্রদান করে সরকারি কোষাগারের অর্থ তছরুপের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিরুদ্ধে অভিযোগ তুলেছে শিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষা করে বেসরকারি ২৩টি শিক্ষক প্রশিক্ষণ (টিটি) কলেজ ছাড়াও বেসরকারি অন্যান্য কলেজের বিএড সনদের বৈধতা নিয়ে বিল প্রদান করে সরকারি কোষাগারের অর্থ তছরুপ করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি টিটি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. ফারুক হোসেন কর্তৃক ২০১৬ সনের ২৮ জানুয়ায়ি স্বাক্ষরিত ও জারিকৃত পত্র অনুসরণ করতে হবে। সেই পত্রে বলা হয়েছে মহামান্য হাইকোর্টের রিট মামলা নং ৫০৩৮/২০০৯-এর রায়ের আদেশের বিরুদ্ধে আপিল নং ৯৯/২০১৪ মামলা এবং উদ্ভূত কনটেম্পট পিটিশন নং ১৫৩/২০১৪-এর আদেশের পরিপ্রেক্ষিতে কেবল রিট আবেদনকারী বেসরকারি ২৩ টিটি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে আরো বলা হয়, পরবর্তীতে সুপ্রিম কোর্টের ৯৯/২০১৪ নং আপিল মামলার রায়ের আদেশ এবং কনটেম্পট পিটিশন নং ১৫৩/২০১৪ বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে পিটিশনারদের ২৩টি বেসরকারি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারীদের যেভাবে স্কেল প্রদান করা হচ্ছিল সেটি বহাল রাখতে বলা হয়েছে। একই সাথে এই রায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি ২৩টি বিএড কলেজের তালিকা পূর্বের ন্যায় প্রকাশ করতে বলেছে।
যুগ্ম সচিব ড. মো: ফারুক হোসেন স্বাক্ষরিত ২৩ কলেজের মধ্যে চালু ১৭ কলেজের তালিকায় রয়েছে- হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ সাতক্ষীরা, মহানগর টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন চাঁদপুর, আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ পাইকগাছা, পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ পিরোজপুর, কলেজ অব এডুকেশন বি.এড বরিশাল, মুন্সী মেহেরুউল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ যশোর, জয়পুরহাট বি.এড কলেজ জয়পুরহাট, মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ পিরোজপুর, বগুড়া বি.এড কলেজ, দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ পটুয়াখালী, কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজ, পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম, ড. মিয়া আব্বাস উদ্দীন টি.টি কলেজ বাগেরহাট, শিক্ষক প্রশিক্ষণ কলেজ যশোর, উপশহর টিচার্স ট্রেনিং কলেজ যশোর, মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ, এ জি একাডেমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।