জুমবাংলা ডেস্ক : শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গই সকলেরই জানা। তবে এমন কিছু অংশ রয়েছে যেগুলোর নাম খুব কম লোকেই জানেন। তেমনি আমাদের শরীরের অংশ হলো ঠোঁটের ওপর ও নাকের নিচের অংশ! আপনার জানা আছে ওই অংশকে কী বলা হয়? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।
১) প্রশ্নঃ ১৫ই আগস্ট ভারত ছাড়াও আর কোন কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে?
উত্তরঃ ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বাহরাইন এবং লিচেনস্টাইন ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে।
২) প্রশ্নঃ কোন গাছের কাণ্ডে হাজার হাজার লিটার জল থাকে?
উত্তরঃ বাওবাব (Baobab) নামক গাছের কাণ্ডে হাজার হাজার লিটার জল থাকে।
৩) প্রশ্নঃ কোন ধাতুকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়?
উত্তরঃ সোডিয়ামকে সহজেই ছুরি দিয়ে কেটে ফেলা যায়।
৪) প্রশ্নঃ রাতে কোন গাছের নিচে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে?
উত্তরঃ বেশ কিছু সূত্র থেকে জানা যায়, নিম গাছের নিচে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে। তবে এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়?
উত্তরঃ কেরালাকে ভারতের মশলার বাগান বলা হয়।
৬) প্রশ্নঃ কত টাকার নোটে গান্ধীজীর ছবি নেই?
উত্তরঃ ১ টাকার নোটে গান্ধীজীর ছবি নেই।
৭) প্রশ্নঃ জেব্রা ও গাধার মিলনে কোন প্রাণীর জন্ম হয়?
উত্তরঃ জেব্রা ও গাধার মিলনে জন্ম নেওয়া প্রাণীটির নাম জংকি (Zonkey)।
৮) প্রশ্নঃ ভারতবর্ষের কোন নদী থেকে হীরে পাওয়া যায়?
উত্তরঃ কৃষ্ণা নদী থেকে হীরে পাওয়া যায়।
৯) প্রশ্নঃ এক মুহূর্ত সমান কত মিনিট?
উত্তরঃ এক মুহূর্ত সমান ৪৮ মিনিট।
১০) প্রশ্নঃ ঠোঁটের ওপর ও নাকের নিচের অংশকে কী বলে?
উত্তরঃ ঠোঁটের ওপর ও নাকের নিচের অংশকে ফিলট্রাম (Filtrum) বলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।