আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডন নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার ২,০০০ টিরও বেশি পেশাদার ভিক্ষুকের পাসপোর্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যারা অনুদান চাইতে বিদেশ ভ্রমণ করে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বব্যাপী পাকিস্তানি দূতাবাস থেকে এই ব্যক্তিদের একটি তালিকা সংগ্রহ করা হয়েছে এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে পাকিস্তানের বাইরে ভিক্ষা করতে ধরা পড়া ব্যক্তিদের সাত বছরের জন্য তাদের পাসপোর্ট স্থগিত করা হয়েছে।পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে যে বিদেশে ভিক্ষা করা শুধু পাকিস্তানের সুনামই নষ্ট করে না বরং তার নাগরিকদের সম্মানও ক্ষুণ্ন করে। সরকার বিদেশে ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের সহায়তাকারী এজেন্টদের পাসপোর্ট বাতিল করতে চায়। প্রতিবেদনে বলা হয়েছে যে অসংখ্য ভিক্ষুক সৌদি আরব, ইরান এবং ইরাকের মতো গন্তব্যে তীর্থযাত্রা বা ওমরাহ করার জন্য ভ্রমণ করে। পাকিস্তানের ভিখারিরা কিন্তু শুধু নিজেদের দেশেই ভিক্ষা করে এমন নয়। তারা সারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করতে অভ্যস্ত। বেশ কয়েক বছর ধরেই এই ট্রেন্ড চলছে। আর এই নিয়ে বহুবার পাকিস্তানের মুখ পুড়েছে।
গত বছরই সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছিল হজযাত্রার নামে পাকিস্তান তাদের দেশে যেন ভিখারি না পাঠায়। গত বছরের অক্টোবরে, পাকিস্তান থেকে ২৪জনের মতো ব্যক্তিকে, তীর্থযাত্রী হিসাবে পরিচয় দিয়ে, ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার সন্দেহের কারণে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইটে উঠার আগে আটক করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহীও জানিয়ে দিয়েছিল নির্মাণ শ্রমিকের বেশে পাকিস্তান থেকে দলে দলে ভিখারি তাদের দেশে আসছে।
প্রবল সমালোচনার মুখে বিষয়টি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি তৈরি করে পাক প্রশাসন।
পাক প্রশাসন সিদ্ধান্ত নেয়, নথিভুক্ত ভিখারি ছাড়া আর কেউ প্রকাশ্যে রাজপথে ভিক্ষা করতে পারবে না। করলে জরিমানা ও গ্রেফতারির মুখে পড়তে হবে। মুশকিল হল, ভিক্ষাবৃত্তিতে নামতে মরিয়া পাক নাগরিকদের একটি অংশ আইনের পরোয়াই করছেন না। এই ঘটনার মাত্র দুই দিন আগে, মুলতান বিমানবন্দরের কর্তৃপক্ষ ভিক্ষাবৃত্তির সন্দেহে সৌদি আরবের উদ্দেশ্যে একটি ফ্লাইট থেকে এক শিশু, ১১ জন নারী এবং চার পুরুষ সহ ১৬ জনকে নামিয়ে দেয় তাদের কাছে ওমরাহ ভিসা ছিল।
সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।