জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে নবীগঞ্জসহ আশপাশের এলাকার মানুষরা ভিড় করে।
পৌষসংক্রান্তি উপলক্ষে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজনে প্রতিবছর ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর গ্রামে প্রায় ২০০ বছর ধরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে।
প্রতিযোগিতা দেখতে নারী, শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করে। এবার প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলার সাতটি ঘোড়া।
প্রতিযোগিতায় প্রথম হয় চুনারুঘাট উপজেলার কাছম আলীর ঘোড়া (আর্মি সোনা), দ্বিতীয় হয় আলমপুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া (সোনার হৃদয়)।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি সিলিং ফ্যান ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।