আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সৈকত। তবে সৈকতের সেই চিরায়ত দৃশ্য গত কয়েকদিন ধরে আর দেখা যাচ্ছে না। সৈকতে ভেসে আসছে হাজারো জীবিত ও মৃত ইঁদুর। গত কয়েক মাস ধরেই ইঁদুর নিয়ে এই সংকটে পড়েছে কুইন্সল্যান্ড।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে। তারা খাবারের সন্ধানে উপকূলের দিকে আসছে। তবে এদের অনেকেই পথিমধ্যেই মারা পড়ছে। এমনকি যেগুলো আসছে, সেগুলোও পর্যাপ্ত খাবার পাচ্ছে না। এতে এরাও মারা পড়বে বলে মনে করছেন স্থানীয় বিশেষজ্ঞরা।
কুইন্সল্যান্ডের নরমেনশন শহরের বাসিন্দা ডেরেক লর্ড বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যেদিকে তাকাই, ইঁদুর আর ইঁদুর। আমরা একটি গাড়ি ভাড়া করেছিলাম। অবাক হয়ে তাঁকিয়ে দেখি, ইঁদুরের এই গাড়ির কিছুই বাকি রাখেনি। সব তার ছিড়ে ফেলেছে।’
Rat plague spreads to Australia's fishing towns https://t.co/kIYzckKenH
— BBC News (UK) (@BBCNews) November 23, 2023
কুইন্সল্যান্ড ছাড়াও কয়েক সপ্তাহ ধরে পাশের কারুম্বা শহরেও ইঁদুর ব্যাপকভাবে বেড়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন শহর দুটির মানুষজন। এখানকার পর্যটক খাতে এর ব্যাপক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। কারুম্বা শহর মাছ শিকার ও পাখি দেখার জন্য জনপ্রিয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পানি থেকে তুলে আনা হচ্ছে মৃত ইঁদুর। আরেকটি ভিডিও দেখা যায়, পানিতে ভাসছে হাজারো ইঁদুর। ইঁদুর বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা প্রজননের জন্য আদর্শ আবহাওয়া ও কৃষিজমিতে খাদ্যের প্রাচুর্যতাকে দায়ী করছেন।
কুইন্সল্যান্ডে এখন আদ্র আবহাওয়া। ইঁদুরের সংখ্যা বৃদ্ধি ও প্রজননের জন্য এটি আদর্শ। এ কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেই মনে করা হচ্ছে। ইঁদুরের মধ্যে প্লেগ রোগ ছড়িয়ে পড়ছে। এই রোগের প্রাদুর্ভাব ব্যাপক আকারে ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।