বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টুইটারের বিকল্প হিসাবে মেটা বাজারে এনেছে ‘থ্রেডস অ্যাপ’। এক দিনে এক কোটি মানুষ থ্রেড ব্যবহার করতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে- টুইটার জানিয়েছে মেটার বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিতে চলেছে।
মেটার সিইও জাকারবার্গকে একটি চিঠি পাঠিয়েছেন টুইটারের আইনজীবী অ্যালেক্স স্পিরো। সেই চিঠির কপি মার্কিন সংবাদমাধ্যমের কাছে আছে। সেখানে অভিয়োগ করা হয়েছে, টুইটারের একজন কর্মীকে চাকরি দিয়ে মেটা যে থ্রেডস বানিয়েছে, তা টুইটারের কপিক্যাট। টুইটারের বাণিজ্যর গোপন তথ্য ও মেধাসম্পত্তি চুরি করেছে মেটা।
স্পিরো বলেছেন, এই চিঠিকেই যেন লিগ্যাল নোটিশ হিসাবে ধরা হয়। তারা মেধাসম্পত্তি অধিকারকে কোনোভাবে ছাড়তে চান না। এবার তারা আইনি ব্যবস্থা নেবেন। টুইটারের দাবি, যদি মেটা নতুন অ্যাপ আনতে চায়, আনতেই পারে। তাই বলে তাদের নকল করে অ্যাপ বাজারে ছাড়ার অর্থ কী?
মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন নতুন অ্যাপেই অভিযোগের জবাব দিয়ে বলেছেন, থ্রেডের ইঞ্জিনিয়ারিং টিমে টুইটারের কোনো সাবেক কর্মী নেই। ফলে এই অভিযোগের কোনো অর্থ হয় না।
টুইটার-কর্তা ইলন মাস্ক অবশ্য কিছু বলেননি। টুইটারের সিইও বলেছেন, তাদের হামেশা নকল করা হয়, কিন্তু টুইটার কমিউনিটির কোনো ডুপ্লিকেট তৈরি করা যায় না। যে একশটা দেশে থ্রেডস চালু করা হয়েছে, তার মধ্যে ইইউ-র কোনো দেশ নেই। কারণ, সেখানে ডেটা নিরাপত্তা আইন খুবই কড়া। সূত্র : ডয়চে ভেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।