সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দুই যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে সিংগাইর থানা চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত দুই যুবদল নেতা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)। এরমধ্যে জীবন সরকার সিংগাইর পৌরসভার ৭ নং ওয়ার্ডের গোবিন্দল গ্রামের মৃত আব্দুল করিম সরকারের ছেলে এবং শফিকুল ইসলামের একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
রবিবার রাত দেড়ার দিকে সিংগাইর থানার উপ-পরিদর্শক পার্থ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিংগাইর থানার একটি নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতারের পর রাত নয়টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এসময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের দুই যুবদল নেতাকে আটক করা হয়েছে। তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার দায়ে আটককৃত দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।