কম দামে গরুর মাংস বিক্রি করায় খলিলকে হত্যার হুমকি, আটক ২

মাংস ব্যবসায়ী মো. খলিল

জুমবাংলা ডেস্ক : রাজধানীতে কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসা মাংস ব্যবসায়ী মো. খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে আটক করেছে র‍্যাব। শনিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের আটক করেছে র‍্যাব-৩।

মাংস ব্যবসায়ী মো. খলিল

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, অতিরিক্ত টাকা না নিয়ে গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করায় ব্যবসায়ী খলিলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। যেন তিনি কম দামে মাংস বিক্রি না করেন। যদি তিনি সেটা না করেন তাকে ও তাঁর ছেলেকে গুলি করে মেরে ফেলা হবে।

বিমানসেবিকার সঙ্গে শ্বশুরের প্রেম! জানতে পেরে কী করেছিলেন ববি দেওল?

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মাংস ব্যবসায়ী খলিল শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনাটি ছায়া তদন্ত করতে থাকে র‍্যাব-৩। অবশেষে হুমকিদাতা ও নির্দেশদাতাকে আটক করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, তারা কেন আর কি উদ্দেশে এমন হুমকি দিয়েছেন সেটা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।