সাইফুল ইসলাম : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ভূমি অফিসের নাজির মো. সোহেল মাহবুবের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করার পর ভুক্তভোগী স্বপন মিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্বপন মিয়া গত শুক্রবার (১৭ অক্টোবর) দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দুপুরে দৌলতপুর উপজেলা ভূমি অফিসের সামনে নাজির সোহেল মাহবুবের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে কয়েকজন ভুক্তভোগী মানববন্ধন করেন। ওই মানববন্ধনের পর থেকে নাজির সোহেল মাহবুব বিভিন্ন সময় স্বপন মিয়াকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৬ অক্টোবর দুপুরে স্বপন মিয়া নিজ বাড়ি থেকে দৌলতপুর বাজারে যাওয়ার পথে অফিসার্স ক্লাবের পেছনের রাস্তায় সোহেল মাহবুব তাকে একা পেয়ে মানববন্ধনের কারণ জিজ্ঞাসা করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগী স্বপন মিয়া বলেন, “সোহেল মাহবুব যেকোনো সময় আমার ক্ষতি করতে পারে। আমি এখন জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় আছি।”
অভিযোগের বিষয়ে নাজির মো. সোহেল মাহবুব বলেন, “স্বপন মিয়ার সঙ্গে একই এলাকার বাসিন্দা হিসেবে দুয়েকবার দেখা হয়েছে। তবে তাকে হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, “হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এর আগে নাজির মো. সোহেল মাহবুবের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, সেবার নামে হয়রানি ও অনিয়মের অভিযোগ এনে ভুক্তভোগীরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।