জুমবাংলা ডেস্ক : বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে।
এই তিন অতিরিক্ত মহাপরিদর্শক হলেন মল্লিক ফখরুল ইসলাম, সেলিম মো. জাহাঙ্গীর এবং ওয়াই এম বেলালুর রহমান।
গত বছরের শেষ কর্মদিবস ৩১শে ডিসেম্বরে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপন বুধবার প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা অবসরজনিত সুবিধা পাবেন। আদেশগুলো অবিলম্বে কার্যকরের কথাও বলা হয় প্রজ্ঞাপনে।
এই কর্মকর্তাদের মধ্যে মল্লিক ফখরুল ইসলাম পুলিশ স্টাফ কলেজ, সেলিম মো. জাহাঙ্গীর পুলিশ অধিদপ্তর এবং ওয়াই এম বেলালুর রহমান পুলিশ টেলিকমে কর্মরত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।