নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় এক ইলেকট্রিক দোকানির নিকট ডিবি পুলিশ পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে তিন কথিত সাংবাদিককে আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব-৪। পরে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার ডেণ্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- এই চক্র্রের মূলহোতা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চেংটার চর এলাকার মৃত মোজ্জাম্মেল হকের ছেলে মো. আমিনুল ইসলাম (৪৫), ফরিদপুর জেলার সালথা থানার চর বাংরাইল মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. শামীম (৪৫) ও আশুলিয়ার ইয়ারপুর মণ্ডলপাড়া এলাকার মৃত হাজী ইছাহাক মন্ডলের ছেলে মো. কাহিরুল ইসলাম ওরফে খাইরুল (৪৫)।
ভুক্তভোগী মফিজ শেখ (৫৫) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আবু ডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার গাজিরচট সোনিয়া মার্কেট এলাকায় ইলেকট্রনিক মেকানিক হিসেবে কাজ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশ পরিচয়ে ভুক্তভোগীর দোকানে গিয়ে ট্রেড লাইসেন্স আছে কি না দেখতে চায়। পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। কথাবার্তায় সন্দেহ হলে চাঁদার টাকা পরদিন মঙ্গলবার দেবেন বলেন ভুক্তভোগী জানায়। পরের দিন ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করলে ভুক্তভোগী তাদের পরিচয়পত্র দেখতে চান। তারা পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে র্যাবের টহল দলের কাছে তুলে দেন ভুক্তভোগী।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ছিনতাই/চাঁদাবাজি করে আসছিলো। তাদের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে থানায় হসন্তান্তর করে র্যাব । আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।