কম বাজেটে সেরা তিন 5G স্মার্টফোন, পাবেন প্রিমিয়াম ফিচার্স

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাজারে রয়েছে এমন তিনটি 5G স্মার্টফোন যাতে পাবেন প্রিমিয়াম ফোনের মতো ফিচার্স। আর দাম মাত্র ১৫০০০ টাকারও কম!

আপনি যদি কম দামে দারুণ ফিচার্সের স্মার্টফোনের সন্ধান করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে রয়েছে এমন তিনটি বাজেট স্মার্টফোনযে ফোনগুলির দাম ১৫ টাকার কম হলেও তাতে রয়েছে প্রিমিয়াম ফোনের ফিচার্স। দেখে নিন বাজারে থাকা এমন তিনটি স্মার্টফোনের তালিকা

স্মার্টফোনের বাজারে প্রতিদিন নতুন নতুন ফোন লঞ্চ হয়, যার মধ্যে বিভিন্ন দামের সেগমেন্ট এবং ফিচার্সের ফোন রয়েছে। আপনি যদি এমন একটি ফো্নের সন্ধান করে থাকেন যার দাম কিছুটা কম হলেও তাতে থাকবে প্রিমিয়াম ফিচার্স তাহলে আজ এই প্রতিবেদনে এমন ৩টি ফোনের তালিকা নিয়ে এসেছি আপনাদের সামনে যেগুলির দাম ১৫ হাজার টাকার কম। এই তালিকায় রয়েছে Realme, Oppo এবং Vivo-এর মতো ব্র্যান্ড।

স্মার্টফোনে স্টোরেজ ফুল? ফাইল ডিলিট না করেও কীভাবে মিলবে মুক্তি? জানুন পদ্ধতি

realme c63
এই তালিকায় প্রথম নামটি হল Realme C63 5G, এই স্মার্টফোনটি চলতি বছরের অগাস্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের দাম 10,999 টাকা ফিচার্স সম্পর্কে বলতে গেলে, এই স্মার্টফোনে রয়েছে একটি 6.67-ইঞ্চি HD+ স্ক্রিন রয়েছে, যার রিফ্রেশ রেট 120 Hz এবং সর্বোচ্চ উজ্জ্বলতা 625 নিট। এই ডিভাইসটিতে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G প্রসেসর রয়েছে, যাতে 8GB পর্যন্ত RAM এর সুবিধা রয়েছে। ক্যামেরা দিক থেকে এই ফোনে একটি 32MP রিয়ার সেন্সর এবং 8MP ফ্রন্ট সেন্সর রয়েছে। এই ডিভাইসটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যাতে রয়েছে 10W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট।

Oppo K12x
Oppo K12x 5G-এ, আপনি 1,000 nit এর পিক ব্রাইটনেস এবং 120Hz এর রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি HD + LCD ডিসপ্লে পাবেন। এই ফোনে MediaTek Dimension 6300 প্রসেসর রয়েছে, যার মধ্যে 256GB স্টোরেজ এবং 8GB পর্যন্ত RAM রয়েছে। ক্যামেরা ফিচারের কথা বললে, এই ফোনে একটি 32MP প্রাইমারি এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। Oppo K12x 5G-তে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা এবং 5100mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের দাম 12,999 টাকা নির্ধারণ করা হয়েছে।

স্মার্টফোনের নতুন ব্র্যান্ড আনছে স্যামসাং?

Vivo T3x
এই তালিকার তৃতীয় ফোন হল Vivo T3x 5G, যেটি এই বছরের জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনের দাম 14,499 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিভাইসটিতে 1,000 নিট পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.72-ইঞ্চি ফুল-HD+ LCD ডিসপ্লে রয়েছে। প্রসেসরের কথা বললে, এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর রয়েছে, যাতে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 8 জিবি পর্যন্ত র‌্যামের সুবিধা রয়েছে। Vivo T3x 5G তে রয়েছে দুটি 50MP ক্যামেরা। কোম্পানি সামনে একটি 8MP সেন্সর যোগ করেছে। এই ডিভাইসটিতে একটি 6000mAh ব্যাটারি রয়েছে।